img

Follow us on

Saturday, Jan 18, 2025

Ayodhya Gangrape Case: গণধর্ষণকাণ্ডে ডিএনএ টেস্ট চান, অখিলেশের মুসলিম তোষণে ক্ষুব্ধ বিজেপি

DNA Test Row: গণধর্ষণকাণ্ডে ডিএনএ টেস্টের দাবি, অখিলেশকে ধুয়ে দিল বিজেপি...

img

বেফাঁস মন্তব্যে সমালোচনায় বিদ্ধ অখিলেশ যাদব। ফাইল ছবি।

  2024-08-04 17:10:09

মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যা গণধর্ষণকাণ্ডে (Ayodhya Gangrape Case) অভিযুক্তদের ডিএনএ টেস্টের (DNA Test Row) দাবি জানিয়েছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। ওই ঘটনায় ৩০ জুলাই অযোধ্যা পুলিশ গ্রেফতার করেছিল সমাজবাদী পার্টির কার্যকর্তা মইদ খানকে। ভাদরসা এলাকায় তিনি একটি বেকারি চালান। নাবালিকাকে ধর্ষণে তাঁর পাশাপাশি গ্রেফতার করা হয় তাঁর কর্মী রাজু খানকে।

ডিএনএ টেস্টের দাবি (Ayodhya Gangrape Case)

বারো বছর দু’মাসের ওই নাবালিকাকে ধর্ষণের যাবতীয় তথ্য পুলিশ দিয়েছে। নাবালিকাটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় শনিবারই ওই নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তদের ডিএনএ টেস্টের দাবি জানিয়েছিলেন অখিলেশ। এক্স হ্যান্ডেলে তিনি বলেছিলেন, ‘কেবল অভিযোগ এবং রাজনীতি না করে এই মামলায় প্রয়োজন অভিযুক্তদের ডিএনএ টেস্ট করা। যেই দোষী হোক, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তবে ডিএনএ টেস্টের পর যদি অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয়, তাহলে এর সঙ্গে যেসব সরকারি কর্মচারী জড়িত, তাদেরও রেয়াত করা উচিত হবে না। এটাই বিচারের দাবি।’

রাজ্যে সমালোচনার ঝড়

যাদবের ডিএনএ টেস্টের দাবির প্রতিবাদে সোচ্চার হয়েছে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহল। সমাজবাদী সুপ্রিমোকে নিশানা করে বিজেপি বলছে, সমাজবাদী পার্টি ‘পেডোফিলিয়া’ রক্ষা করছে। সেই দলের ছেলেরা ছেলেদের মানসিকতার হবে। এই সময় ইন্ডি ব্লকের নেতারা অদ্ভুতভাবে নীরব। বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ধর্ষক মইদ খান একজন মুসলমান। আর ধর্ষণের শিকার নাবালিকা নিষাদ সম্প্রদায়ের। তাই মইদকে বাঁচাতে এত উদ্বেগ। তারা যে পিডিএ সম্পর্কে কথা বলে, সেটা কী কেবল ভোটের স্বার্থে? এটা মুসলিম তোষণের সর্বোচ্চ পর্যায়। সমাজবাদী পার্টি সব সময় পিছিয়ে পড়া শ্রেণিকে নষ্ট করেছে। কিন্তু এখন আর অবিচার চলতে দেওয়া যাবে (Ayodhya Gangrape Case) না।’

আরও পড়ুন: ছেলে যাচ্ছে মহাকাশে, ভীত নয়, গর্বিত শুভাংশুর পরিবার

অখিলেশকে কংগ্রেসের ‘দাবার বোড়ে’ বলে উল্লেখ করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তিনি বলেন, “অখিলেশ যাদব ধর্ষণের শিকার নিষাদ সম্প্রদায়ের, আপনি পিডিএ, দলিত এবং সংখ্যালঘুদের কথা ভুলে গিয়েছিলেন। আপনি তাদের ডিএনএ পরীক্ষার কথা বলেছিলেন। এখন আপনি আদালতের কথা বলে বিপথে চালিত করতে চাইছেন। ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে আপনি ভীত। রাজ্যবাসী বিচার চাইছে। দোষীর শাস্তি চাইছে। সরকার তার দায় পূরণ করবে।’ অখিলেশের সমালোচনা করেছেন (DNA Test Row) (Ayodhya Gangrape Case) বিএসপি সুপ্রিমো মায়াবতীও।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Akhilesh Yadav

SP

Ayodhya

news in Bengali    

Ayodhya Gangrape Case

Gangrape Case

DNA Test Row

DNA Test


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর