বৃহস্পতিবার ভোরে অযোধ্যায় পৌঁছায় শিলা খন্ড দুটি, তারপরেই এমন হুমকি ফোনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অযোধ্যায়
রামমন্দির
মাধ্যম নিউজ ডেস্ক: রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! ঘটনাক্রমে এদিনই নেপাল থেকে অযোধ্যায় (Ayodhya) এসেছে বিগ্রহ তৈরির শিলা। জানা গেছে, অযোধ্যার (Ayodhya) রামকোট এলাকায় বাসিন্দা মনোজ নামে এক যুবকের কাছে এই হুমকি ফোন আসে।
বৃহস্পতিবার ভোরে অযোধ্যায় পৌঁছায় শিলা খন্ড দুটি, তারপরেই এমন হুমকি ফোনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অযোধ্যায় (Ayodhya)। ওই হুমকি ফোনে বলা হয়, সকাল ১০টা নাগাদ উড়িয়ে দেওয়া হবে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। ফোন পাওয়ার পরেই গোটা ঘটনাটি পুলিশকে জানান মনোজ।
পুলিশ তদন্তে নামে এরপরেই। বাড়ানো হয় অযোধ্যার মন্দির প্রাঙ্গণের নিরাপত্তা। সেনা এবং পুলিশ যৌথভাবে টহল দিতে থাকে পুরো এলাকা। অযোধ্যা পুলিশ বলে, তদন্ত চলছে। অজ্ঞাত পরিচয় নম্বর থেকে ওই ফোন আসে জনৈক রামভক্ত মনোজের কাছে। কে বা কারা ওই ফোন করেছিল তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ তাদের এই বিবৃতি আনুষ্ঠানিকভাবে ট্যুইটারেও দেয়।
आज दिनांक 02.02.2023 को रामलला सदन के एक शिष्य के मोबाइल पर अज्ञात व्यक्ति द्वारा श्री रामजन्मभूमि को बम से उड़ाने की धमकी देने के सम्बन्ध मे #ayodhyapolice द्वारा की जा रही कार्यवाही के सम्बन्ध मे पुलिस अधीक्षक नगर की बाईट। #UPPolice pic.twitter.com/cp9EcJmMtd
— AYODHYA POLICE (@ayodhya_police) February 2, 2023
এই হুমকি ফোনে কোনও রকম প্রভাব পড়েনি শিলা পুজোতে। বিগ্রহ তৈরির জন্য নেপালের কালী গণ্ডকী নদী থেকে ৬ কোটি বছরের পুরনো শিলা পাঠিয়েছে নেপাল সরকার। কালী গণ্ডকী নদীর এই পাথরকে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রতীক মনে করেন ভক্তরা। আড়ম্বরপূর্ণ ভাবে জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে শিলা পূজন। রামমন্দিরের প্রায় ১০০ মহন্ত এদিন এই শিলা পুজো করেন। নেপাল থেকে আগত এই পাথর খণ্ড দুটি দেখতে ব্যাপক ভিড় করেন ভক্তরা। ভিড়ের চাপে ট্রাক দুটি মন্দিরের সামনে থেকে মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে সময় নেয় প্রায় ১ ঘণ্টা। এখনও অযোধ্যায় সেনা টহল চলছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: