img

Follow us on

Saturday, Jan 18, 2025

Ayodhya Ram Mandir: আর চিনা সামগ্রী নয়, দীপাবলিতে অযোধ্যার রাম মন্দির সেজে উঠেছে শুধুই মাটির প্রদীপে

Chinese Lights in Diwali: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ নীতি মেনে অযোধ্যা রাম মন্দিরে কোনও চিনা বাতি জ্বলবে না...

img

দীপাবলি উপলক্ষে সাজছে অযোধ্যা। ফাইল চিত্র

  2024-10-30 12:43:02

মাধ্যম নিউজ ডেস্ক: রামায়ণের কাহিনী অনুযায়ী, রাম বনবাসের পরে দীপাবলির সময়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন। ২০১৫ থেকে সেই দীপাবলির আগের দিন অযোধ্যায় দীপোৎসব শুরু হয়েছে। চলতি বছর এই উৎসব ভিন্ন মাত্রা পেয়েছে। অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) প্রতিষ্ঠার পর এই প্রথম সেখানে দীপোৎসবের আয়োজন চলছে। এই উৎসবে স্থানীয় কারিগরদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ নীতি মেনে অযোধ্যা মন্দিরে সব রকম চিনা পণ্য (Chinese Lights in Diwali) নিষিদ্ধ করেছে শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। জ্বলবে শুধু মাটির প্রদীপ।

চিনা পণ্য নয়

রামমন্দির উদ্বোধনের পর প্রথমবার সেখানে দীপাবলি উদযাপন হচ্ছে। আয়োজনে কোনওরকম খামতি রাখতে রাজি নয় মন্দিরের ট্রাস্টি বোর্ড। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, এবছর দীপাবলি উদযাপনে শ্রীরামের জন্মভূমি ক্ষেত্র অযোধ্যা, মন্দির চত্বরে একেবারে নিষিদ্ধ চাইনিজ লাইট-সহ (Chinese Lights in Diwali) যে কোনও চিনা সামগ্রীর ব্যবহার। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট দীপাবলির সময় চিনা সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ করেছে। মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, স্থানীয় কারিগরদের উৎসাহ দিতে এবং ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে যেতে চায় অযোধ্যা।

রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) চিনা সাজসজ্জার সামগ্রী ব্যবহার না করা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, অযোধ্যার কমিশনার গৌরব দয়াল বলেন, “শুধুমাত্র স্থানীয় কারিগরদের তৈরি স্থানীয় সামগ্রী ব্যবহার করার লক্ষ্যেই এই পদক্ষেপ। মানুষের কাছে আর্জি জানানো হয়েছে। তবে মন্দির চত্বরের বাইরে গোটা শহরে চিনা উপাদান ব্যবহার না করার কোনও নির্দেশ নেই। এটি তাঁদের উপর নির্ভর করবে। আমরা মানুষকে জোর করতে পারি না।”

প্রধানমন্ত্রীর শুভ-কামনা

ইতিমধ্যেই দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভ কামনা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “এই বছরের দীপাবলি বিশেষ বার্তাবহ। কারণ, ৫০০ বছর পর এই প্রথম ভগবান রাম অযোধ্যায় নিজের মন্দিরে দীপাবলি পালন করবেন। আমরাও তাঁর বিশালাকার মন্দিরে এই প্রথম শ্রীরামের সঙ্গে উৎসব পালন করব। এই মহান ও বিশাল দীপাবলির সাক্ষী হতে পারার মতো মুষ্টিমেয় সৌভাগ্যবান আমরা।” দীপাবলিতে মূল মন্দিরের (Ayodhya Ram Mandir) পাশাপাশি পুরো চত্বর-সহ মূল সড়ক সর্বত্র সেজে উঠবে মাটির প্রদীপে। দীপাবলি উপলক্ষে রামলালার মূর্তি এবং লক্ষ্মণের মূর্তিকে পরানো হবে নতুন ডিজাইনার পোশাক। পোশাক ডিজাইন করবেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Ayodhya Ram Mandir

Diwali

Ayodhya Ram Temple

Chinese Decorative Items

Chinese Lights in Diwali


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর