ঠিক দু'মাস পরে রামমন্দিরের উদ্বোধন, চলতি বছরে অযোধ্যার দীপাবলি তাই বিশেষ....
অয়োধ্যা নগরীতে গতবছরের দীপাবলি (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: লঙ্কা বিজয়ের পর অযোধ্যায় ফিরেছিলেন রাজা রামচন্দ্র। সেই উপলক্ষ্যেই দীপাবলিতে (Deepavali) মেতে ওঠে গোটা দেশ। আর এই উৎসব এবারও বিশেষ ভাবে পালিত হবে রামজন্মভূমি অযোধ্যাতে। ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই যোগী সরকার প্রতিবছরই রেকর্ড সংখ্যক প্রদীপের আলোয় সাজিয়ে তোলে অযোধ্যা নগরীকে। চলতি বছর একটু বিশেষ তার কারণ ঠিক দুমাস পরেই রামমন্দিরে প্রবেশ করবেন ভগবান রামচন্দ্র। ইতিমধ্যে রামমূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার দিনক্ষণও স্থির হয়ে গিয়েছে। আগামী বছরের ২২ জানুয়ারি রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, চলতি বছরে ২১ লাখ প্রদীপে আলোকিত করা হবে অযোধ্যাকে।
চলতি বছরের দীপাবলিকে (Deepavali) কেন্দ্র করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি উচ্চ পর্যায়ের বৈঠকও সেরে ফেলেছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু দীপাবলি (Deepabali) নয় এর পাশাপাশি হনুমান জয়ন্তী, ছট পূজা, দেব-দীপাবলি সহ একাধিক উৎসব রয়েছে, আর এগুলোকে সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে যোগী আদিত্যনাথ নেতৃত্বে বৈঠকে।
কী বলছেন যোগী আদিত্যনাথ?
এ নিয়ে যোগী আদিত্যনাথ বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘দীপাবলি আমাদের চিরন্তন একটি ঐতিহ্য। ১৪ বছর বনে থাকার পর ভগবান শ্রী রাম, মা সীতা এবং লক্ষণ অযোধ্যায় প্রত্যাবর্তন করেন। একটি পবিত্র স্মৃতি হিসেবে তাই দীপ-উৎসব পালন করা হয়। এই বিষয়কে মাথায় রেখে সরযূ নদীর ধারে বিশেষ ভাবেই সম্পন্ন করা হবে এবারের দীপাবলি (Deepavali)।’’ শুধু তাই নয়, ভক্তরা যাতে এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে অযোধ্যায়। একইসঙ্গে যাঁরা সেদিন অযোধ্যায় উপস্থিত থাকতে পারবেন না তাঁদের জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে এই অনুষ্ঠান।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।