পাঁচ-সাত বছরের মধ্যেই বাজারে আসছে ৪টি শেয়ার...
বাবা রামদেব।
মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই আড়েবহরে বাড়ছে যোগগুরু বাবা রামদেবের (Baba Ramdev) ব্যবসা। এক সময় যোগগুরু হিসেবে নামডাক হলেও, পরে তিনি নাম করে ফেলেন সফল ব্যবসায়ী হিসেবে। জানা গিয়েছে, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যেই রামদেবের কোম্পানি পতঞ্জলি (Patanjali) চারটি শেয়ার বাজারে নিয়ে আসার পরিকল্পনা করেছে। এগুলি হল, পতঞ্জলি আয়ুর্বেদ, পতঞ্জলি মেডিসিন, পতঞ্জলি ওয়েলনেস এবং পতঞ্জলি লাইফস্টাইল। এর মধ্যে সবার প্রথমে বাজারে আসবে পতঞ্জলি আয়ুর্বেদ। তবে ঠিক কবে থেকে মিলবে ওই কোম্পানির শেয়ার, তা জানা যায়নি। এই কোম্পানির নামে অবশ্য এখনও বাজারে কোনও শেয়ার নেই। ২০১৯ সালে শেয়ার এসেছিল রুচি সোয়া নামে।
দেশ তো বটেই, বিদেশেও রামদেবের কোম্পানি পতঞ্জলির উৎপাদিত বিভিন্ন সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। রামদেব জানান, এই মুহূর্তে কোম্পানির টার্নওভার ৪০ হাজার কোটি টাকা ছুঁয়েছে। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে কোম্পানির টার্নওভার ছুঁয়ে ফেলবে ১ লক্ষ কোটি টাকা। রামদেব বলেন, পতঞ্জলি আয়ুর্বেদ প্রোডাক্ট লাইন, রিচ, কাস্টমার বেস সব দিক থেকেই একে ক্রেতার কাছে সর্বাধিক প্রিয় প্রোডাক্ট বানিয়েছে। এর পরে রয়েছে পতঞ্জলি মেডিসিন। দিব্যা ফার্মেসির ব্যানারে তৈরি হয় এটি। এর পর রয়েছে পতঞ্জলি ওয়েলনেস। রামদেব বলেন, আমরা পরিকল্পনা করেছি পতঞ্জলি ওয়েলনেসের অধীনে ২৫ হাজার বেড অপারেট করব। আমাদের প্রায় ৫০টা এরকম সেন্টার রয়েছে। এটাকে বাড়িয়ে ১০০ করার পরিকল্পনা রয়েছে। ফ্র্যাঞ্চাইজি মডেলে ধাপে ধাপে একে বাড়িয়ে তোলার পরিকল্পনাও রয়েছে।পতঞ্জলি লাইফস্টাইলের মধ্যে রয়েছে পোশাক, পরিবহণ, গোখাদ্য এবং ইঞ্জিনিয়ারিং কিছু ব্যবসা।
আরও পড়ুন : মোদির জন্মদিনে পুজো বা কেক কাটা নয় আজ থেকে সেবাপক্ষ শুরু বিজেপির
আগামী বছরে পাঁচ লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে বলেও জানান রামদেব। তিনি বলেন, আগামী বছরে পতঞ্জলি গ্রুপ ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান করবে। উত্তরাখণ্ডে পতঞ্জলী যোগপীঠ ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলেও জানান যোগগুরু রামদেব।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।