শুক্রবারই রাস্তা সাফ করে চালু হয়েছিল বদ্রীনাথের জাতীয় সড়ক! এদিন আবারও বন্ধ হল
ধসের জেরে বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: ফের ধস উত্তরাখণ্ডে। যার জেরে বন্ধ হয়ে গেল বদ্রীনাথ (Badrinath) জাতীয় সড়ক। বেশ কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে কিছু কিছু এলাকায় ধসের খবর মিলছে। প্রসঙ্গত, গত রবিবারই ভারী বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দিরের দরজা। এবার বন্ধ হয়ে গেল বদ্রীনাথ যাওয়ার রাস্তা। ভারী ধসের জেরে গত সপ্তাহেও বন্ধ হয়ে গিয়েছিল জাতীয় সড়ক। জানা গিয়েছে, বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ হওয়ার ফলে প্রচুর পর্যটক আটকে পড়েছেন। শনিবারই প্রশাসনের তরফে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ছিনকা অঞ্চলে বদ্রীনাথ হাইওয়ে-৭ বন্ধ করে দেওয়া হয়।
কী বলছে প্রশাসন?
প্রশাসনের তরফে জানানো হয়েছে, জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। এর ফলে বহু তীর্থযাত্রী ও পর্যটক আটকে পড়েছেন। অধিকাংশ যাত্রীই এদিন বদ্রীনাথ (Badrinath) থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ন্য়াশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইতিমধ্যেই রাস্তা সাফ করার কাজ শুরু করে দিয়েছে। রাস্তায় পড়ে থাকা পাথরগুলি সরানো হচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহে একই চিত্র দেখা যায় হিমাচলেও। সেখানে ধসের কারণে হাজারেরও বেশি গাড়ি আটকে পড়েছিল।
উত্তরাখণ্ডে বর্ষা নামতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে
প্রসঙ্গত, বর্ষা নামতেই উত্তরাখণ্ডে একাধিক জায়গা বিপদসঙ্কুল হয়ে ওঠে। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী ধামি নির্দেশ দেন প্রতিটি জেলায় ত্রাণ শিবির খোলার জন্য। এছাড়া জায়গায় জায়গায় এনে রাখা হয় জেসিবি। গত বৃহস্পতিবারও ভারী বৃষ্টির জেরে ভূমিধস ও হড়পা বান নামে উত্তরাখণ্ডের একাধিক জায়গায়। এর ফলেই বন্ধ হয়ে যায় বদ্রীনাথ (Badrinath) জাতীয় সড়ক। জানা গিয়েছে, প্রায় ১০০ মিটার দীর্ঘ রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। গত সপ্তাহের সোমবারও চণ্ডীগড়-মানালি হাইওয়েও বন্ধ হয়ে যায় ধসের জেরে। ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা বন্ধ হয়ে যায়। তখন আটকে পড়েন প্রায় কয়েক হাজার পর্যটক।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।