হাসিনার নাচের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জয়পুরে নাচের তালে শেখ হাসিনা।
মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। চার দিনের সফর শেষ তিনি বৃহস্পতিবার রাতে দেশে ফিরে গিয়েছেন। তবে তাঁর সঙ্গী হয়েছে এমন কিছু স্মৃতি, যা হয়তো বহুদিন তাঁর মনের মণিকোঠায় গেঁথে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) আমন্ত্রণে হাসিনার এই ভারত সফর। যা শুরু হয়েছিল রাজধানী দিল্লি (Delhi) থেকে। আর শেষ হল আজমের শরিফ দরগায় প্রার্থনা দিয়ে।
PM Sheikh Hasina offered prayers at the Dargah of Hazrat Khwaja Moinuddin Chishthi at Ajmer. Prayers were offered by the Khadim for Bangladesh, for India, and for the prosperity and friendship of people of both 🇮🇳 and 🇧🇩. pic.twitter.com/fB72qWKJb9
— India in Bangladesh (@ihcdhaka) September 8, 2022
৮ সেপেটম্বর জয়পুর(Jaipur) পৌঁছন হাসিনা। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন রাজস্থানের (Rajasthan) লোকশিল্পী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে তাঁরা সেখানেই নৃত্য পরিবেশন করেন। লোভ সামলাতে পারেননি হাসিনা। তিনিও রাজস্থানি শিল্পীদের সঙ্গে নাচের তালে তাল মেলালেন। স্বভাবতই বেশ খুশি দেখাচ্ছিল মুজিব কন্যাকে। আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
#WATCH | Rajasthan: Upon her arrival at Jaipur airport earlier today, Bangladesh PM Sheikh Hasina grooved with the local artists who had gathered there to welcome her. pic.twitter.com/Mk8qf5xDEG
— ANI (@ANI) September 8, 2022
আধিকারিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে করতে নাচের ছন্দ দেখে নিজেই এগিয়ে যান হাসিনা। ভারতের সংস্কৃতির প্রতি হাসিনার ভালোবাসা এবং শ্রদ্ধা এই ভিডিয়ো থেকেই প্রমাণিত। হাসিমুখে ছবিও তোলেন শিল্পীদের সঙ্গে। দেশে ফিরে হাসিনা জানান, "ভারত আমাদের বন্ধু দেশ৷ আমি যখনই ভারতে যাই, সেটা আমার জন্য আনন্দের৷" ভিডিওয় তাঁর নাচে সেই ‘আনন্দই’ যেন ফুটে ওঠে। আজমের শরিফে দেশের জন্য, দেশবাসীর জন্য প্রার্থনা করেন বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।