img

Follow us on

Wednesday, Dec 11, 2024

Bangladesh Protest: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে ভুবনেশ্বরে প্রতিবাদ হিন্দু সুরক্ষা মঞ্চের

Bhubaneswar: বাংলাদেশকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের পর ওড়িশায় গর্জে উঠলেন হিন্দুরা...

img

বাংলাদেশকাণ্ডে ভুবনেশ্বরে তীব্র প্রতিবাদ (সংগৃহীত ছবি)

  2024-12-11 16:54:27

মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু গ্রেফতার হওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার হচ্ছে। মৌলবাদীদের হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গে একাধিক বিক্ষোভের ঘটনা ঘটেছে।  এখনও বিভিন্ন ধর্মীয় সংগঠন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এবার বাংলাদেশ (Bangladesh Protest) ইস্যুতে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল ওড়িশায়। হিন্দু সুরক্ষা মঞ্চের ব্যানারে ভুবনেশ্বরের রাজপথে বিক্ষোভ দেখানো হয়।

বাংলাদেশকাণ্ড নিয়ে সমাবেশ (Bangladesh Protest)

ভুবনেশ্বরের প্রদর্শনী ময়দানে প্রতিবাদ সভার (Bangladesh Protest) আয়োজন করা হয়। সেখানে গায়ত্রী পরিবার, ইসকন, অনুকুল চন্দ্র সৎসঙ্গ, রামকৃষ্ণ মিশন, আর্য সমাজ, সত্য সাই ট্রাস্ট, ডিভাইন লাইফ সোসাইটি, পতঞ্জলি যোগ ইনস্টিটিউশন, প্রজ্ঞা মিশন এবং ভারত যোগ সংস্থা সহ বিভিন্ন সংস্থার ধর্মীয় নেতারা সুরক্ষার দাবিতে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। প্রতিবাদ সভা থেকে বিভিন্ন ধর্মীয় সংগঠনের কর্তারা বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হন।

তাঁরা বলেন, ‘‘বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, নারীদের যৌন নিপীড়ন করা হচ্ছে, হিন্দু মন্দিরে আগুন দেওয়া হচ্ছে এবং মঠ ও আশ্রম ধ্বংস করা হচ্ছে। সাধু ও সন্ন্যাসীদের কারারুদ্ধ করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হত্যার অভিযোগ মিথ্যাভাবে দাঁড় করানো হচ্ছে। বাংলাদেশি প্রশাসন জামাতের মতো চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে এই নৃশংস কর্মকাণ্ড ঘটাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীও এই হামলার সঙ্গে জড়িত। বাংলাদেশ সরকার নিজেই এই নিপীড়নের চক্রটিকে চালিয়ে যাচ্ছে। অথচ একসময় ভারত বাংলাদেশকে পাকিস্তানি নিপীড়ন থেকে মুক্ত করেছিল। কিন্তু, আজ সেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা চরম নিপীড়নের শিকার হচ্ছেন। এই কট্টর  ইসলামি এবং বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড দেশের হিন্দুদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে।’’ এই নৃশংসতার মোকাবিলায় বিশ্বব্যাপী হিন্দু ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তাঁরা। একইসঙ্গে ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অবিলম্বে নির্বাসনের আহ্বান জানান তাঁরা।

রাজপথে প্রতিবাদ মিছিল

সমাবেশের (Bangladesh Protest) পর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতা, সন্ন্যাসী এবং হিন্দু সংগঠনের সদস্য সহ হাজার হাজার অংশগ্রহণকারী একটি বিশাল মিছিলে বের করে। সেই মিছিল মাস্টার ক্যান্টিন স্কোয়ারে গিয়ে শেষ হয়। স্বামী শঙ্করানন্দ গিরি মহারাজ, স্বামী শ্রদ্ধানন্দ সরস্বতী, মহন্ত রামকৃষ্ণ দাশ, ব্রহ্মচারী বিশ্বচৈতন্য, বাবা রমেশ চন্দ্র দাস, স্বামী নির্ভয়ানন্দ গিরি, মহন্ত তেলোক্যশ্বর ভারতী, মহন্ত বৈষ্ণবপুরী, মহন্ত স্বামী লিঙ্গপুরী, স্বামী লিংগপুরী, স্বামী রামকৃষ্ণ দাশ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। চৈতন্য মহারাজের নেতৃত্বে ওড়িশার সাধুদের একটি প্রতিনিধি দল রাজভবনে যায়। সেখানে তাঁরা রাজ্যপালের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের কাছে একটি স্মারকলিপি জমা দেন। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার এবং লাগাতার অত্যাচার বন্ধ করার জানান তাঁরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Bhubaneswar

Bangladesh protest


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর