img

Follow us on

Wednesday, Nov 27, 2024

Bangladesh: “দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চান?’’ বাংলাদেশকাণ্ডে ইউনূসকে কড়া বার্তা শ্রী রবিশঙ্করের

Sri Sri Ravi Shankar: চিন্ময় প্রভু গ্রেফতারকাণ্ডে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মুখ খুললেন আধ্যাত্মিক নেতা রবিশঙ্কর, কী বললেন?

img

চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে সরব শ্রী শ্রী রবিশঙ্কর (সংগৃহীত ছবি)

  2024-11-27 17:46:23

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভুর গ্রেফতারের ঘটনায় ভারতের একের পর এক ধর্মগুরু নিন্দায় সরব হয়েছেন। ইতিমধ্যেই রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বাংলাদেশের এই আচরণের জন্য পাকিস্তানের সঙ্গে তুলনা করেছেন। এবার আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবিশঙ্কর বাংলাদেশের এই আচরণের তীব্র নিন্দা করেছেন।

ঠিক কী বললেন শ্রী শ্রী রবিশঙ্কর? (Bangladesh)

বাংলাদেশের (Bangladesh) ঘটনা প্রসঙ্গে আধ্যাত্মিক নেতা রবিশঙ্কর বলেন, “ওই সন্ন্যাসী বন্দুক ব্যবহার করেননি, কাউকে আঘাত করেননি। তিনি ভীত ও অসহায় মানুষকে সাহস দিয়েছেন। এটা যে কোনও ধর্মীয় নেতার কর্তব্য। তিনি শুধু তাঁর কাজ করছেন। তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন, যা তাঁর অধিকার। একজন আধ্যাত্মিক নেতাকে গ্রেফতার করা প্রতিবেশী দেশের একজন প্রধানমন্ত্রীর পক্ষে অযাচিত। তাঁকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের কাছে আবেদন করছি।’’ রবিশঙ্কর বাংলাদেশের নেতৃত্বের ক্রিয়াকলাপে হতাশা প্রকাশ করে বলেছেন, “চিন্ময় প্রভুকে গ্রেফতার করা তাদের জনগণের বা বাংলাদেশের ভাবমূর্তির জন্য কোনও উপকার হবে না। ইউনূসের কাছ থেকে আমরা আরও বেশি আশা করি। যিনি শান্তি ও নিরাপত্তা আনার জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এবং এজন্যই তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে রাখা হয়েছে। আমরা আশা করব না যে, তিনি এমন পদক্ষেপ নেবেন, যা সম্প্রদায়ের মধ্যে আরও উত্তেজনা এবং ভয় তৈরি করবে।’’

আরও পড়ুন: কথার মাঝেই বন্ধ করা হল বিধায়কের মাইক! প্রতিবাদে ওয়াকআউট বিজেপির, উত্তাল বিধানসভা

দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চান?

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশ (Bangladesh) সরকারকে অনুরোধ করছি দয়া করে সংখ্যালঘুদের যত্ন নিন। দেশের ভাবমূর্তি নষ্ট করে এমন মৌলবাদীদের নিয়ন্ত্রণ করুন। বাংলাদেশ একটি উদার ও প্রগতিশীল দেশ হিসেবে পরিচিত। দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চান? এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। আশা করি ভারত সরকারও চাপ দেবে এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই যে এটি যেভাবে চলছে সেভাবে চলতে না দেওয়া এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও নিরাপত্তা আনতে এবং সেখানে মানুষকে নিরাপদের রাখার জন্য চাপ সৃষ্টি করা।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Bangladesh

bangla news

Bengali news

sri sri ravishankar


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর