img

Follow us on

Saturday, Jan 18, 2025

Arindam Bagchi: রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হলেন বঙ্গসন্তান অরিন্দম বাগচী

বিদেশমন্ত্রকের মুখপাত্র হিসেবে এতদিন দায়িত্বে ছিলেন অরিন্দম বাগচী

img

অরিন্দম বাগচী (সংগৃহীত ছবি)

  2023-10-17 12:20:10

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী একটি পরিচিত নাম। নানা জটিল কূটনৈতিক ইস্যু অথবা যে কোনও বিদেশ নীতির ক্ষেত্রে অত্যন্ত সাবলীলভাবেই বিবৃতি দিতে পারেন তিনি। বঙ্গ সন্তান অরিন্দম বাগচী (Arindam Bagchi) এবার রাষ্ট্রসঙ্ঘে ভারতের তরফে স্থায়ী প্রতিনিধি হলেন। বলা ভাল, রাষ্ট্রসঙ্ঘে তাঁকে ভারতের দূত হিসেবে নিয়োগ করা হল। এর পাশাপাশি জানা গিয়েছে, জেনিভাতে আরও একাধিক আন্তর্জাতিক সংগঠনেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন অরিন্দম বাগচী। তাঁর আমলেই জি২০-র মতো সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে। কোভিডকালেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রসঙ্গত, ২০২১ সালে বিদেশ দফতরের মুখপাত্রের দায়িত্বে আসেন অরিন্দম বাগচী।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র হওয়ার দৌড়ে কারা?

প্রসঙ্গত জেনেভাতে ভারতের রাষ্ট্রদূত ছিলেন ইন্দ্রমণি পাণ্ডে। তাঁকে দেশে ফিরিয়ে আনছে নয়াদিল্লি। তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন অরিন্দম বাগচী (Arindam Bagchi)। অন্যদিকে, জানা গিয়েছে জি২০-র যুগ্ম সচিব নাইডু কাকানুর, মরিশাসের হাই কমিশনার নন্দিনী সিংলা সহ প্রায় চারজন কূটনীতিকের নাম রয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র হওয়ার দৌড়ে।

আরও পড়ুন: বাংলায় পরিবর্তন আনাই লক্ষ্য! ঝটিকা সফরে কলকাতায় এসে বললেন অমিত শাহ

অরিন্দম বাগচীর সংক্ষিপ্ত পরিচয়

১৯৯২ সালে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক হন অরিন্দম বাগচী। এরপরে আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এ তিনি পড়াশোনা করেন। পরবর্তীকালে ১৯৯৫ সালের ব্যাচে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার হিসেবে তাঁর নিয়োগ হয়। অরিন্দম বাগচীর স্ত্রীর নাম অনন্যা বাগচী (Arindam Bagchi)। তাঁর সন্তানের নাম পাবলো বাগচী। বিদেশ দফতরের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর এবার রাষ্ট্রসঙ্ঘে তিনি ভারতের হয়ে কথা বলবেন। এর আগে ক্রোয়েশিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি। শ্রীলঙ্কায় ভারতের ডেপুটি হাইকমিশনারও ছিলেন তিনি। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনেও কাজ করেছেন তিনি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Arindam Bagchi

india's ambassador to the united nations


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর