img

Follow us on

Wednesday, Oct 30, 2024

 Banjara Mahakumbh: মহারাষ্ট্রে বানজারা মহাকুম্ভে ১০ লক্ষের সমাবেশ হবে: আরএসএস

আরএসএস সূত্রে জানা গেছে ৬ দিন ধরে চলবে এই সম্মেলন

img

প্রতীকী ছবি

  2023-01-25 19:02:16

মাধ্যম নিউজ ডেস্ক: মিশনারিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, হিন্দু সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া উপজাতিদের তারা ধর্মান্তরিত করে অর্থের বিনিময়ে, পশ্চিমবঙ্গের জনজাতি হোক অথবা মহারাষ্ট্রের যাযাবর জাতি বানজারা, সবক্ষেত্রেই মিশনারিদের বিরুদ্ধে এমন অভিযোগ অনেক পুরনো। 
এবার ওই বানজারা অধ্যুষিত মহারাষ্ট্রের জলগাঁও জেলায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের উদ্যোগে  আজ থেকে শুরু হল 'বানজারা মহাকুম্ভ'  (Banjara Mahakumbh)।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’য় অংশ নিতে চায় ৩৮ লক্ষ শিক্ষার্থী!

কতদিন ধরে চলবে এই মহাকুম্ভ (Banjara Mahakumbh)

 আরএসএস সূত্রে জানা গেছে ৬ দিন ধরে চলবে এই সম্মেলন। আনুমানিক ১০ লক্ষ লোকের সমাগম হবে বলে আশাবাদী আরএসএস। আরএসএস সূত্রে আরও জানা যাচ্ছে, সর কার্যবাহ  সুরেশ ভাইয়াজি যোশি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্রের জের, কংগ্রেস ছাড়লেন এ কে অ্যান্টনির ছেলে  

আয়োজকরা কী বলছেন

এই মহাকুম্ভের স্থানীয় আয়োজকদের মতে, মিশনারিরা বানজারা সমাজকে লক্ষ্য বস্তু বানিয়েছে এবং ব্যাপকভাবে ধর্মান্তরিত করছে। এগুলো বন্ধ হওয়া দরকার। ১০ লক্ষেরও বেশি যাযাবর শ্রেণির মানুষ এই মহাকুম্ভে অংশ নেবেন বলে আমরা মনে করছি। শুধুমাত্র মহারাষ্ট্র নয় তার সঙ্গে গোয়ার একটা বিস্তীর্ণ অংশের যাযাবর শ্রেণির মানুষ এই মহাকুম্ভে যোগ দেবেন।

আয়োজকদের অভিযোগ, মিশনারিরা বানজারা সমাজকে নানাভাবে বিভ্রান্ত করছে। ধর্মান্তরিত করছে, তাঁদের ইতিহাস, সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্য সম্পর্কে মিথ্যা প্রচার করছে। একথা ভুললে চলবেনা বানজারা শ্রেণি হিন্দু সমাজের অবিচ্ছেদ্য অংশ।  

জানা যাচ্ছে, বানজারা সমাজের তরুণরা এবং  প্রায় ৩০০০ হাজারের বেশি স্বয়ংসেবক এই মহাকুম্ভ  (Banjara Mahakumbh) আয়োজন করার কাজে দুমাস ধরে কাজ করেছেন। প্রসঙ্গত, জলগাঁও জেলার গোদরি গ্রামের প্রায় ৫০০ একরের মাঠে অনুষ্ঠিত হবে এই মহাকুম্ভ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

    
   

Tags:

 Banjara Mahakumbh


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর