Lok Sabha: লোকসভায় পাস হল নতুন ব্যাঙ্কিং আইন, কী কী সুবিধা বাড়ল?
লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংগৃহীত চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে একজন ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী সর্বোচ্চ চারজনকে নমিনি রাখতে পারবেন। কোন নমিনি কত শতাংশ টাকা পাবেন, তাও উল্লেখ করা যাবে। মঙ্গলবারই লোকসভায় পাশ হয়েছে ব্যাঙ্কিং আইন (সংশোধনী বিল), ২০২৪ (Banking Laws Amendment Bill 2024)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, যে কোনও আমানতকারীর আইনি উত্তরাধিকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ।
১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন আইনের ৪৫ জেডএ (১) ধারা অনুযায়ী একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক জনের বেশি নমিনি করা যেত না। কিন্তু এবার সেই সমস্যা থেকে মুক্তি দিতেই নমিনির সংখ্যা বাড়ানোর পক্ষেই সায় দিয়েছে মোদি সরকার। শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, লকারে রাখা সামগ্রির ক্ষেত্রেও একাধিক নমিনি রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে নয়া ব্যাঙ্কিং আইন সংশোধনীতে। এছাড়াও নতুন বিলে সমবায় ব্যাঙ্কগুলিতে পরিচালকদের মেয়াদ ৮ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব পাশ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের এক জন পদমর্যাদার আধিকারিককে রাজ্য সমবায় ব্যাঙ্কের বোর্ডে নিয়োগের কথাও জানানো হয়েছে।
'The proposed amendments will only strengthen governance in Indian banking sector besides enhancing consumer's and customer's convenience with respect to nominations and protection of investors.'
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) December 3, 2024
Watch: Smt @nsitharaman's full opening remarks on 'The Banking Laws (Amendment)… pic.twitter.com/Xd2Q8FxNfQ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানান, ২০১৪ সাল থেকে সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যাঙ্কগুলিকে স্থিতিশীল রাখতে কাজ করছে। তাই সারা দেশে ব্যাঙ্কগুলো এখন নিরাপদ এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, এই সংশোধনীগুলি ব্যাঙ্কিং (Banking Laws Amendment Bill 2024) খাতে শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং মনোনয়ন সংক্রান্ত গ্রাহক সুবিধা আরও বাড়াবে যাতে বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।