এয়ার ইন্ডিয়ার তরফে পাল্টা বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এয়ার ইন্ডিয়া
মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া (Air India)। পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল উড়ান সংস্থার বিরুদ্ধে। এই অভিযোগ এনেছে বেঙ্গালুরুর এক পরিবার। পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাদের পোষা কুকুরকে নিয়ে বিমানে উঠতে তাদের বাধা দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়া পোস্টে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ওই পরিবার। নিজের একটি ভিডিও শেয়ার করেছেন এক ব্যক্তি। শচীন শেনয় নামে ওই ব্যক্তি জানান, "বোর্ডিং পাস থাকা সত্ত্বেও এয়ারলাইন্স-এর পক্ষ থেকে তার পোষা কুকুরটিকে ফ্লাইটে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।"
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাক মন্ত্রীর, জানুন কারণ
https://t.co/lEVEHbEybU…@PMOIndia @JM_Scindia @Manekagandhibjp @tv9kannada @republic @WIONews @timesofindia @TimesNow @MirrorNow @AnimalRightsCom @RNTata2000 pic.twitter.com/VSsUbzh16i
— Sachin Shenoy (@SachinShenoy7) December 17, 2022
এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে পাল্টা বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিমান সংস্থার তরফে বলা হয়েছে, "আপনার অসুবিধার জন্য দুঃখিত। আমরা কখনই আমাদের যাত্রীদের কোনও রকম অসুবিধার কারণ হতে চাই না। অনুগ্রহ করে আপনার বুকিং এবং পোষা প্রাণীর সম্পর্কে বিশদে আমাদের জানান। আমরা বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখব।"
Here you go, clear details of everything pic.twitter.com/hN3bo36MD2
— Sachin Shenoy (@SachinShenoy7) December 17, 2022
শচীন অভিযোগ (Air India) করেন, তিনি তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ১২ দিনের ট্যুরে যাচ্ছিলেন। তাঁর বেঙ্গালুরু থেকে অমৃতসর যাওয়ার ফ্লাইট নম্বর AI503-এ চড়ার কথা ছিল। তার সঙ্গে ছিল তাঁর সাধের পোষ্য। এর জন্য তাঁকে বোর্ডিং পাসও দেওয়া হয়েছিল। এর জন্য, তিনি এয়ারলাইন্সের সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু তখন পাইলট চোপড়া তাঁকে ফ্লাইটে প্রবেশ করতে দেননি।
শচীন (Air India) আরও বলেন, তাঁর কুকুরটির ওজন ৫ কেজির কম এবং নিয়ম অনুসারে এটি কেবিনের ভিতরে প্রবেশ করতে দেওয়ার কথা। কুকুরের প্রবেশের জন্য সমস্ত চেকিং প্রসেস সম্পুর্ণ করার পরও তাঁকে আজ একটি বোর্ডিং পাসও দেওয়া হয়েছে। চার ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বিমানবন্দরে বসে ছিলেন তিনি। এসময় কুকুরটি কোনও যাত্রীকে বিরক্ত করেনি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: