কোউইন থেকে ভ্যাকসিন বুক করা গেলেও, তা সংগ্রহ করতে হবে বেসরকারি হাসপাতাল থেকে।
ন্যাজাল ভ্যাকসিন
মাধ্যম নিউজ ডেস্ক: করোনার আতঙ্ক ফের মাথা চাড়া দিয়েছে প্রতিবেশী দেশ চিনে। ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে দেশে ইতিমধ্যেই। তাই আগে থেকেই সতর্ক থাকতে চাইছে দেশ। এ দেশে করোনার বাড়বাড়ন্ত রুখতে তৎপর কেন্দ্র। ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি ন্যাজাল ভ্যাকসিনকে। শুক্রবার থেকেই কেন্দ্র সরকারের কোভিড সংক্রান্ত অ্যাপ কোউইনে পাওয়া যাবে ন্যাজাল ভ্যাকসিন। কোউইন থেকে ভ্যাকসিন বুক করা গেলেও, তা সংগ্রহ করতে হবে বেসরকারি হাসপাতাল থেকে। বিনামূল্যে পাওয়া যাবে এই ভ্যাকসিন। বুস্টার ডোজ ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। জানা গিয়েছে, কোভ্যাকসিন বা কোভিশিল্ডের ভ্যাকসিন যাঁরা আগে নিয়েছেন, তাঁরাই এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন।
Govt of India approves Nasal vaccine. It will be used as a heterologous booster & will be available first in private hospitals. It will be included in #COVID19 vaccination program from today: Official Sources pic.twitter.com/eaxVoX2Hp9
— ANI (@ANI) December 23, 2022
এই ভ্যাকসিনকে যুক্ত করা হয়েছে কোউইন অ্যাপের সঙ্গে। শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আগেই ভারত বায়োটেকের (Bharat Biotech) ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল এই ভ্যাকসিনকে। বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের ‘ইনকোভ্যাক’।
আজ থেকেই কোইউন অ্যাপের মাধ্যমে এই ভ্যাকসিন (Bharat Biotech) নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সবাই। আজ, শুক্রবার থেকেই সরকারিভাবে করোনা টিকা হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনকে। আজ সন্ধ্যা থেকে কোউইন অ্যাপে এই অপশন চলে আসবে।
আরও পড়ুন: চিনে আগামী এক সপ্তাহে শিখরে পৌঁছবে করোনা সংক্রমণ, দাবি বিশেষজ্ঞদের
এই টিকায় কোনও রকম সূঁচ ব্যবহার করা হবে না। ভারতে প্রথমবার এই ধরনের টিকা দেওয়া শুরু হচ্ছে। ভারত সরকারের নিয়ম অনুসারে ১৮ বছরের বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। প্রথমে বেসরকারি হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হলেও পরে সরকারি হাসপাতালেও পাওয়া যাবে এই টিকা। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে ভারত বায়োটেক এই নয়া ভ্যাকসিন (Bharat Biotech) তৈরি করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে। এই ভ্যাকসিন নেওয়া সহজ হলেও, অন্যান্যভ্যাকসিনের মতো একই রকম সুরক্ষা মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।