img

Follow us on

Friday, Nov 22, 2024

RSS: ‘‘ভারত হিন্দুরাষ্ট্রই, পৃথক ঘোষণার দরকার নেই’’, বললেন সঙ্ঘনেতা দত্তাত্রেয় হোসাবলে

১২ মার্চ থেকে পানিপথে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সর্বভারতীয় প্রতিনিধি বৈঠক

img

দত্তাত্রেয় হোসাবালে এবং সুনীল আম্বেকর

  2023-03-14 17:37:28

মাধ্যম নিউজ ডেস্ক:  ভারত এমনিতেই একটি হিন্দুরাষ্ট্র আলাদাভাবে ঘোষণা করার দরকার নেই। মঙ্গলবার পানিপথে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। সারাদেশে হিন্দুত্ব নিয়ে এখন জোর চর্চা চলছে। চলতি বছরের অক্টোবর মাসে তৈরি হয়ে যাবে রামমন্দিরে প্রথম তল। আগামী বছরের জানুয়ারিতে দরজা খুলে যাবে ভক্তদের জন্য। ঠিক তার আগে সঙ্ঘ নেতার এমন বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল।

আরও পড়ুন: ‘‘একমাত্র বিপরীত লিঙ্গেই সম্ভব’’, সমলিঙ্গ বিয়ে নিয়ে কেন্দ্রের অবস্থানকেই সমর্থন সঙ্ঘের

কী বললেন দত্তাত্রেয় হোসাবলে

১২ মার্চ থেকে পানিপথে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সর্বভারতীয় প্রতিনিধি বৈঠক। আজ অর্থাৎ তৃতীয় দিনে সঙ্ঘের সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকরকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত হিন্দুরাষ্ট্র এটা আমরা বিগত ১০০ বছর আগে থেকেই বলে আসছি। এখন নতুন করে নাই বা বললাম। সাংস্কৃতিকভাবে এদেশ হিন্দুরাষ্ট্র এটা কোনওভাবেই অস্বীকার করা যায় না।

আরও পড়ুন:‘‘গোটা দেশকে যারা কারাগার বানিয়েছিল, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না’’, রাহুলকে কটাক্ষ সঙ্ঘের

'স্টেট' এবং 'নেশন' দুটি আলাদা জিনিস বলে উল্লেখ করেন তিনি

এদিন তিনি বলেন, স্টেট এবং নেশন দুটি আলাদা জিনিস স্টেট সংবিধানসম্মত। স্টেট আইন প্রণয়ন করতে পারে। তার একটি নিজস্ব সার্বভৌমত্ব থাকে। কিন্তু নেশন সম্পূর্ণভাবে একটি সাংস্কৃতিক ধারণা। সংস্কৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে নেশন। এদেশের সংস্কৃতিই হল হিন্দুত্ব। তাঁর মতে,  এখানেই ভারত হিন্দু রাষ্ট্র। আলাদাভাবে সাংবিধানিক ঘোষণার দরকার নেই।

আরও পড়ুন: উন্নততর ভারত গড়তে সমাজের সব অংশকেই প্রয়োজন, বিশ্বাস আরএসএস-এর

আরও পড়ুন: ভারতের উত্থান অনেকের কাছে বিপদ! মোদি সরকারের দিশাকে সিলমোহর সঙ্ঘের

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।


 

Tags:

RSS


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর