img

Follow us on

Friday, Nov 22, 2024

Bharat Jodo: হয় কোভিড-বিধি মানুন, নয়তো ভারত জোড় যাত্রা বন্ধ করুন, রাহুলকে চিঠি মাণ্ডব্যর

রাজ্যগুলিকে সচেতন করে চিঠি দিয়েছে কেন্দ্র...

img

ফাইল ছবি।

  2022-12-21 17:23:35

মাধ্যম নিউজ ডেস্ক: চিনে (China) চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। কেবল চিন নয়, বিশ্বের আরও কয়েকটি দেশেও থাবা বসিয়েছে করোনা। ভারতে অবশ্য এখনও পর্যন্ত করোনার তেমন প্রকোপ দেখা যায়নি। তবে কথায় বলে, সাবধানের মার নেই। তাই সাবধানে থাকাই উচিত। সেজন্য রাজ্যগুলিকে সচেতন করে চিঠি দিয়েছে কেন্দ্র। এমতাবস্থায় লোকলস্কর নিয়ে যথারীতি ভারত জোড় (Bharat Jodo) যাত্রা চালিয়ে যাচ্ছেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী।

মনশুখ মাণ্ডব্য...

এবার রাহুলকে সচেতন করে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনশুখ মাণ্ডব্য। ভারত জোড় যাত্রা চলা কালে রাহুল যাতে কোভিড ১৯ বিধি মেনে চলেন, সেজন্য রাহুলের পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেও চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার লেখা হয়েছে চিঠিটি। তাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, ভারত জোড় যাত্রা কর্মসূচি পালন করার সময় কোভিড গাইডলাইন মেনে চলুন কঠোরভাবে। বর্তমানে ভারত জোড় (Bharat Jodo) যাত্রা যাচ্ছে রাজস্থান দিয়ে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে জোর দিতে হবে। যাঁরা করোনা ভ্যাকসিন নিয়েছেন, কেবলমাত্র তাঁরাই এই যাত্রায় যোগ দিতে পারবেন। যদি এই নিয়মবিধি একান্তই মেনে চলা না যায়, তাহলে যেন আপাতত স্থগিত করে দেওয়া হয় ভারত জোড় যাত্রা। ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, যদি একান্তই করোনাবিধি মেনে চলা না যায়, তাহলে যেন আপাতত স্থগিত রাখা হয় ভারত জোড় যাত্রা। জাতীয় স্বার্থেই এটা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ফের বাড়তে পারে করোনা! পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ কেন্দ্রের

এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস। দলের সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, আমি বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই গুজরাট নির্বাচনের সময় কী প্রধানমন্ত্রী মোদি কোভিড বিধি অনুসরণ করেছিলেন? তিনি বলেন, আমার মনে হয় মনশুখ মাণ্ডব্য রাহুল গান্ধীর ভারত জোড় (Bharat Jodo) যাত্রা পছন্দ করছেন না। কিন্তু মানুষ পছন্দ করছেন। এবং এই যাত্রায় যোগ দিচ্ছেন। অধীর বলেন, মানুষের দৃষ্টি ঘোরাতেই মাণ্ডব্যকে নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, কন্যাকুমারিকায় শুরু হয়েছে ভারত জোড় যাত্রা। যাবে কাশ্মীর পর্যন্ত। মঙ্গলবার এই পদযাত্রা হয়েছে রাজস্থানে, অশোক গেহলটের রাজ্যে। বুধবার সেটি প্রবেশ করে হরিয়ানায়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

rahul gandhi

Covid 19

Bengali news

Bharat Jodo

corona news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর