Bharatiya Vayuyan Vidheyak: ভারতীয় বায়ুযান বিদ্যায়ক বিল পাশ রাজ্যসভায়, কী বললেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী?
রাজ্যসভা (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: আজ ৬ ডিসেম্বর রাজ্যসভায় (Rajya Sabha) ভারতীয় বায়ুযান বিদ্যায়ক-২০২৪ বিল (Bharatiya Vayuyan Vidheyak) পাশ করানো হল। প্রসঙ্গত, ৯০ বছরের পুরনো এয়ারক্রাফ্ট আইনকেই বদল করা হল, এই নয়া বিলের মাধ্যমে। আগের আইনটি ছিল ১৯৩৪ সালের। চলতি বছরের অগাস্ট মাসে এই সংক্রান্ত বিলটি পাশ হয়েছিল লোকসভায়। ইতিমধ্যে ইন্ডি জোটের নেতারা রাজ্যসভায় দাবি করতে থাকেন যে বিলটির নাম ইংরেজি থেকে হিন্দিতে বদল করা হয়েছে। এতে নাকি অনেক অসুবিধা হতে পারে। তবে নিজের ভাষণে বিরোধীদের একহাত নিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী।
বিরোধীদের প্রশ্নের উত্তরে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু রাজ্য রাজ্যসভায় (Rajya Sabha) নিজের ভাষণে বলেন, ‘‘ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন রাখতেই নামটি হিন্দিতে পরিবর্তন করা হয়েছে। শুধু নামেই বদল হয়েছে। সাংবিধানিক কোনও নিয়মের বদল হয়নি।’’ তিনি নিজের ভাষণে আরও বলেন, ‘‘প্রথম দিকে হিন্দি বিলের নাম উচ্চারণ করা কঠিন হবে। কিন্তু ভবিষ্যতে সেই নাম উচ্চারণ করতে করতে আমরা সবাই অভ্যস্ত হয়ে উঠব। অনেকেই হিন্দি নাম উচ্চারণ করতে লজ্জা বোধ করেন বলে মনে হচ্ছে। কিন্তু এতে লজ্জাবোধ করার কিছু নেই। হিন্দিতে পুরনো বিলের নামকরণের উদ্দেশ্য আমাদের একটাই যে ভারতের সংস্কৃতির প্রতিফলন ঘটানো।’’
এদিন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী (Rajya Sabha) আরও বলেন, ‘‘আমরা যেকোনও ঔপনিবেশিক ছাপকে মুছে ফেলতে চাই এবং ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতির প্রতিফলন আমরা ঘটাতে চাই। ভারতীয় বায়ুযান বিদ্যায়ক শব্দ সকল ভাষার মিশ্রণ। আমি নিজে একজন তেলেগুভাষী এবং আমি আমার ভাষা নিয়ে গর্ব বোধ করি। তা সত্ত্বেও আমি হিন্দি নামকে সমর্থন করি। কারণ ভারতকে তেলেগু ভাষাতেও ভারতই বলা হয়। জানা গিয়েছে ১৯৩৪ সালে পাশ হওয়া আইনটি পরবর্তীকালে ২১ বার সংশোধন করা হয়েছে। তাই ভারতীয় বায়ুযান বিদ্যায়ক আইন, ১৯৩৪ সালের বিমান আইনকে সরাসরি প্রতিস্থাপন করেছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।