img

Follow us on

Saturday, Nov 23, 2024

Bibek Debroy: প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় প্রয়াত, শোকপ্রকাশ মোদির

PM Modi: অত্যন্ত বিদ্বান মানুষ ছিলেন বিবেক দেবরায়, শোকবার্তায় জানালেন মোদি...

img

প্রধানমন্ত্রীর সঙ্গে বিবেক দেবরায় (সংগৃহীত ছবি)

  2024-11-01 15:45:32

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সকালে প্রয়াত হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় (Bibek Debroy)। শারীরিক অসুস্থতা নিয়ে তিনি ভর্তি ছিলেন দিল্লির এইমসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। অর্থনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অত্যন্ত বিদ্বান মানুষ ছিলেন বিবেক দেবরায় (Bibek Debroy), শোকবার্তায় জানালেন মোদি

বিবেক দেবরায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নিজের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “ড. বিবেক দেবরায় অত্যন্ত বিদ্বান মানুষ ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ছিল তাঁর। কাজের মাধ্যমে তিনি ভারতের বুদ্ধিজীবী সমাজে বিশেষ রেখাপাত করেছেন।” প্রধানমন্ত্রী নিজের পোস্টে আরও উল্লেখ করেছেন, ‘‘বিবেক দেবরায় শুধুমাত্র বিভিন্ন নীতি নিয়ে কাজ করেছেন এমনটাই নয়, প্রাচীন বই নিয়েও তাঁর অনেক কাজ রয়েছে। বিবেক দেবরায় চেয়েছিলেন, যুবসমাজের হাতে সহজেই যেন পৌঁছে যায় সেই সব প্রাচীন গ্রন্থ।’’

প্রধানমন্ত্রী (PM Modi) আরও জানিয়েছেন, প্রয়াত অর্থনীতিবিদের (Bibek Debroy) সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। প্রসঙ্গত, দেশের উন্নয়নের রূপরেখা ঠিক করতে একটি কমিটি তৈরি করেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ‘এক্সপার্ট কমিটি ফর ইনফ্রাস্ট্রাকচার ক্লাসিফিকেশন অ্যান্ড ফিনান্সিং ফ্রেমওয়ার্ক ফর অমৃত কাল’-এর চেয়ারপার্সন ছিলেন বিবেক দেবরায়।

সংক্ষিপ্ত জীবনী

জানা যায়, বিবেক দেবরায়ের (Bibek Debroy) জন্ম শিলংয়ের এক বাঙালি পরিবারে। স্বাধীনতার সময়ই অর্থাৎ ১৯৪৭ নাগাদ তাঁর পিতামহ, তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেট থেকে শিলংয়ে এসেছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেন তিনি। এরপর 'দিল্লি স্কুল অফ ইকনমিক্স'-এ পড়াশোনা করেছিলেন তিনি। সেখান থেকে তিনি যান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে নীতি আয়োগ তৈরি করেন। সেই নীতি আয়োগের পরিচালন পর্ষদের অন্যতম সদস্য ছিলেন বিবেক দেবরায়। ২০১৫ সালে পদ্মশ্রী পান এই অর্থনীতিবিদ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

PM Modi

bangla news

Bengali news

bibek debroy

economic advisory council PM Modi

bibek debroy passes away


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর