img

Follow us on

Wednesday, Nov 20, 2024

Telangana Election: ত্রিশঙ্কু বিধানসভা নয়, তেলঙ্গানায় একাই সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

৩০ নভেম্বর বিধানসভা ভোট তেলঙ্গানায়...কে গড়বে সরকার?

img

তেলঙ্গানায় বিজেপির প্রচার (সংগৃহীত ছবি)

  2023-11-14 16:38:26

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৩০ নভেম্বর ভোট রয়েছে তেলঙ্গানাতে। ওই ভোটে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করলেন তেলঙ্গানার (Telangana Election) বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী জি কিষান রেড্ডি। তিনি আরও জানিয়েছেন, ত্রিশঙ্কু বিধানসভার হওয়ার কোনও সম্ভাবনাই নেই, ভালোভাবেই বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করবে। তেলঙ্গানা রাজ্যের মানুষ যে পরিবর্তন চাইছেন তাও এদিন জানান তিনি। তাঁর মতে, ‘‘তেলঙ্গানার (Telangana Election) মানুষের বিশ্বাস এবং আস্থা দুটোই হারিয়েছে বিআরএস এবং কংগ্রেস। এই দুই দলই তাদের হতাশ করেছে। ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ আছে তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বাইরে বের হবে।’’

প্রধানমন্ত্রীর মোদির ৪ জনসভা তেলঙ্গানাতে

সাধারণ মানুষ যে ভারত রাষ্ট্র সমিতির প্রশাসন এবং গুন্ডাদের ভয়ে বাইরে বের হতে পারছেন না সে কথাও শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। ‘‘ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতার জন্যই আমরা রাত দিন কাজ করছি এবং এটা হবেই।’’ অত্যন্ত দৃঢ়ভাবে একথা বলতে শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। তিনি আরও জানিয়েছেন, তেলঙ্গানা (Telangana Election) রাজ্য বিজেপি ইতিমধ্যের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির চারটি বড় জনসভা যেন তেলঙ্গানাতে সম্পন্ন করানো যায়। প্রসঙ্গত, নরেন্দ্র মোদির আগের জনসভায় উপচে পড়া ভিড় সেখানে দেখা গিয়েছে। অনগ্রসর সমাজের নেতাদের বড় অংশের মানুষ এখানে জমায়েত করেন।

গেরুয়া শিবিরের ব্যাপক উত্থান তেলঙ্গানায়... 

কিষান রেড্ডির মতে, ‘‘মানুষ কংগ্রেসকে জেতাবেনা কারণ তাঁরা জানেন যদি এই পার্টি যেতে তবে তাঁদের বিধায়করা রাতারাতি ভারত রাষ্ট্র সমিতিতে যোগ দেবে।’’ পরিসংখ্যান বলছে, তেলঙ্গানাতে (Telangana Election) খুব দ্রুত উত্থান হচ্ছে বিজেপির। ২০১৮ সালের মাত্র ৭ শতাংশ ভোট ছিল সেখানে গেরুয়া শিবিরের এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছিল বিধানসভায়। এরপরই দেখা যায় বৃহত্তর হায়দরাবাদ পুরসভার দুটি উপনির্বাচনেই জিতে যায় বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে চারটি আসন জেতে বিজেপি। জি কিষাণ রেড্ডি আরও জানিয়েছেন, কৃষক থেকে মহিলা, ছাত্র থেকে যুবসমাজ এমনকি সরকারি কর্মচারীরাও বর্তমান সরকারের প্রতি বীতশ্রদ্ধ। মানুষ মনে করে যে বিজেপি একমাত্র রাজনৈতিক দল, যারা তাদের সমস্যার সমাধান করতে পারে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

bjp

Madhyom

bangla news

Bengali news

Telangana Election 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর