ছত্তিশগড়ে ২১টি এবং মধ্যপ্রদেশের ৩৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
প্রতীকী চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে চলতি বছরে রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এগুলি হল, রাজস্থান, মধ্যপ্রদেশ ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরাম। চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে এই রাজ্যগুলিতে। এখনও পর্যন্ত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলল বিজেপি (BJP)। যা এককথায় বড় চমক। এমন ঘটনা কোনও রাজ্যেই এর আগে দেখা যায়নি। রাজনৈতিক মহলের একাংশের ধারনা, এভাবেই বিরোধীদের টেক্কা দিতে চাইলো গেরুয়া শিবির (BJP)। প্রচারে এগিয়ে থাকতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, পাঁচ রাজ্যের মধ্যে বিজেপি (BJP) ক্ষমতায় রয়েছে মধ্যেপ্রদেশে। মিজোরামে তারা জোটে ক্ষমতায় রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারনা, ২০২৪ সালে বিজেপির পক্ষেই পাল্লা ভারী। তার আগে চলতি বছরের বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও এগিয়ে রয়েছে বিজেপি।
আরও পড়ুন: ‘‘২২ অগাস্ট স্বপ্নদীপের দিন, বিধানসভায় যেন প্রস্তুত থাকে তৃণমূল’’, তোপ শুভেন্দুর
ছত্তিশগড় রাজ্যে বিধানসভার আসন রয়েছে ৯০টি এবং মধ্যপ্রদেশে বিধানসভার আসন রয়েছে ২৩০টি।
BJP releases the first list of 21 candidates for the upcoming Chhattisgarh Assembly Elections. pic.twitter.com/7vhoSgfbCY
— ANI (@ANI) August 17, 2023
যার মধ্যে বিজেপি (BJP) ছত্তিশগড়ে ২১টি আসনে এবং মধ্যপ্রদেশের ৩৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল এদিন।
BJP releases the first list of 39 candidates for the upcoming Madhya Pradesh Assembly Elections. pic.twitter.com/7xdtQFxz9M
— ANI (@ANI) August 17, 2023
প্রসঙ্গত, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি একটি বৈঠক করে। যেখানে চলতি বছরের বিধানসভা নির্বাচনে রূপরেখা তৈরি হয়। ঘটনাক্রমে তার পরের দিনই বিজেপির (BJP) পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।