Amit Shah: ঝাড়খণ্ডে গিয়ে ইন্ডি জোটের নেতাদের নিশানা করলেন অমিত শাহ
ঝাড়খণ্ডে অমিত শাহ (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঝাড়খণ্ডে গিয়ে বলেন যে অনুপ্রবেশের কারণেই সে রাজ্যের উপজাতীয় জনসংখ্যা হ্রাস পাচ্ছে। তিনি এও দাবি করেন যে বিজেপি (BJP) যদি রাজ্য সরকার গঠন করে তবে আদিবাসীদের জমির অধিকার রক্ষার জন্য শ্বেতপত্র প্রকাশ করবে। অমিত শাহ বলেন, ‘‘জনজাতিদের জমি ও অধিকার রক্ষা করবে বিজেপি।’’ প্রসঙ্গত, বিগত লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে ৫২টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। সে প্রসঙ্গ উল্লেখ করে অমিত শাহ বলেন, ‘‘ঝাড়খণ্ডে বিজেপির (BJP) সরকার গঠন সময়ের অপেক্ষা।’’
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে বিজেপির বর্ধিত কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কর্মীদের সম্মোধন করে তিনি বলেন, ‘‘ঝাড়খণ্ডের সরকার গঠন করার পরে আমরা উপজাতীয় মানুষ, তাঁদের জমি ও অধিকার রক্ষার জন্য একটি শ্বেতপত্র প্রকাশ করব।’’ এদিন হেমন্ত সোরেনকে নাম না করে তাঁর বিরুদ্ধে তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ আনেন যে মুখ্যমন্ত্রী ভোটব্যাঙ্ক ও তোষণের রাজনীতি করছেন। এই কারণে লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদের ঘটনাগুলি ঘটছে। এর প্রভাবে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফিক বদল হচ্ছে বলেও জানান অমিত শাহ। অমিত শাহ এদিন আরও অভিযোগ করেন, ‘‘হাজার হাজার অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে এসে ঘাঁটি গেড়ে বসেছে। তাঁরা জনজাতি মহিলাদের বিয়ে করছে এবং এভাবেই তাঁরা সার্টিফিকেট পাচ্ছেন ও জমি কিনছেন।’’
রাহুল গান্ধী সমেত ইন্ডি জোটের নেতাদেরও আক্রমণ করেন এদিন অমিত শাহ (Amit Shah)। সংসদে রাহুল গান্ধীর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন এবং তিনি বলেন, ‘‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী নেতাদের মধ্যেও এই ধরনের ঔদ্ধত্য ছিল না যতটা রাহুল গান্ধীর মধ্যেই ছিল।’’ তিনি বলেন, ‘‘অনেকেই জেতার পরে অহংকারী হয়ে ওঠে কিন্তু আমি প্রথম দেখলাম পরাজয়ের পর কেউ এমন অহংকার দেখাচ্ছেন।’’ অমিত শাহ এদিন আরও বলেন, ‘‘২০১৪-২০১৯-২০২৪ সালের নির্বাচনে কংগ্রেসের সম্মিলিতভাবে যে আসন পেয়েছে এই লোকসভা নির্বাচনে বিজেপি (BJP) তার চেয়ে বেশি আসন পেয়েছে।’’
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট দেশের মধ্যে অন্যতম দুর্নীতিগ্রস্ত সরকার বলেও তোপ দাগেন অমিত শাহ। অমিত শাহ এদিন ঝাড়খণ্ডে বিভিন্ন কেলেঙ্কারির কথাও তুলে ধরেন তাঁর বক্তব্যে। যার মধ্যে ১০০০ কোটি টাকার দুর্নীতি শুধু ১০০ দিনের কাজেই হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি ৩০০ কোটি টাকা জমি কেলেঙ্কারিও হয়েছে বলে দাবি করেন তিনি। কয়লা খনির কেলেঙ্কারির পরিমাণও হাজার কোটির বেশি বলে জানিয়েছেন তিনি এবং ৪০ কোটি টাকার মদ কেলেঙ্কারিরও উল্লেখ করেন তিনি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।