বিজেপির জয়ের নেপথ্যে রয়েছে মহিলাদের অবদান...
মধ্য প্রদেশ গেরুয়াময়। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: মিলে গেল বুথ ফেরত সমীক্ষার ফল। মধ্যপ্রদেশে (Madhya Pradesh assembly polls 2023) ক্ষমতায় ফিরছে বিজেপি। কংগ্রেসকে পিছনে ফেলে বিরাট জয় পেল পদ্ম শিবির। সাফল্যের যাবতীয় কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দিচ্ছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্যে বিজেপিকে ফেরানোয় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিবরাজ।
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে কোন্দলের সৃষ্টি হয়েছিল বিজেপির অন্দরে। তবে তার ছাপ যে ভোটের বাক্সে পড়েনি, রাজ্যে বিজেপির বিরাট ব্যবধানে জয়ই বড় প্রমাণ। শিবরাজকে এবার মুখ্যমন্ত্রী মুখ করে লড়াইয়ের ময়দানে নামেনি বিজেপি। যদিও বিজেপির এই বিপুল জয়ের কৃতিত্বে তাঁর অবদান কম নয়। জয়ের ব্যাপারে বরাবরই আশাবাদী ছিলেন শিবরাজ। রবিবার ছিল ভোপাল গ্যাস দুর্ঘটনার ৩৯তম বছর। সেই দুর্ঘটনায় প্রয়াতদের শ্রদ্ধা জানিয়ে নির্বাচনের ফল (Madhya Pradesh assembly polls 2023) প্রসঙ্গে তিনি বলেন, “আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপি অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পাবে।”
শিবরাজ বলেন, “আমি বলেছিলাম, মধ্যপ্রদেশের মানুষের মনে রয়েছেন নরেন্দ্র মোদি। আর নরেন্দ্র মোদির মনে রয়েছেন মধ্যপ্রদেশের মানুষ। সাধারণ মানুষ আমাদের এই প্রকল্পের বিষয়টিকে আশীর্বাদ করেছে। আমি বিজেপির বুথ পর্যায়ের কর্মীদের কাজে ভীষণভাবেই গর্বিত। আমরা প্রতিটি বুথে বিজেপির পক্ষে ৫১ শতাংশ ভোটের লক্ষ্যমাত্রা পূরণ করেছি। আমি গর্বিত যে, বিজেপি কর্মীদের জন্য, সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশীর্বাদ করেছেন।” মধ্যপ্রদেশ বিধানসভার আসনসংখ্যা ২৩০। ম্যাজিক ফিগার ১১৬। ভোট গণনার ট্রেন্ড বলছে এ রাজ্যে বিজেপির কাছে ম্যাজিক ফিগার অতিক্রম করাটা নিছকই কেকওয়াক। বুধনি আসনে বিপুল ভোটে জিততে চলেছেন শিবরাজ স্বয়ং।
আরও পড়ুুন: দিল্লির বিজেপি দফতরে চলছে আবির খেলা, মিষ্টিমুখ, সন্ধ্যায় আসছেন মোদি
বিজেপির (Madhya Pradesh assembly polls 2023) এই জয়ের নেপথ্যে রয়েছে মহিলাদের অবদান। ‘লাডলি বহেন যোজনা’য় আর্থিক সাহায্যের অঙ্ক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিবরাজ। প্রত্যেক পরিবারের কন্যা সন্তানদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য, উজ্জ্বলা এবং লাডলি বহেন যোজনার আওতায় থাকা পরিবারগুলিকে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া, গরিব পরিবারগুলিকে আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন, কৃষিপণ্যে সহায়ক-মূল্য বৃদ্ধি এবং কৃষক সম্মাননিধি প্রকল্পে প্রত্যেক কৃষককে ১২ হাজার টাকা সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। রাহুল গান্ধীর জাতগণনার প্রতিশ্রুতিও উচ্চবর্ণের ভোটকে নিয়ে গিয়ে ফেলেছে গেরুয়া ঝুলিতে। যার জেরে বিজেপির জয় হয়েছে অনায়াস (Madhya Pradesh assembly polls 2023)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।