Atma Nirbhar Bharat: আত্মনির্ভর ভারত, দেশজুড়ে ১ লাখেরও বেশি ৪জি নেটওয়ার্ক সাইট ইনস্টল করার লক্ষ্যমাত্রা বিএসএনএলের...
দেশজুড়ে ছড়িয়ে পড়ছে বিএসএনএলের ৪জি নেটওয়ার্ক, টাটা কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে বিএসএনএলের ২৪ হাজার ৫০০ কোটি টাকার চুক্তি (প্রতীকী ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারত (Atma Nirbhar Bharat) কর্মসূচিতে দেশ জুড়ে পঞ্চাশ হাজারেরও বেশি ৪জি নেটওয়ার্ক সাইট স্থাপন করল বিএসএনএল (BSNL)। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। ওই প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ৪জি নেটওয়ার্কগুলি স্থাপন করা হয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তেজস নেটওয়ার্কস, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (C-DOT), এবং আইটিআই লিমিটেডের মতো ভারতীয় প্রযুক্তি সংস্থাগুলির সাহায্যে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বিএসএনএলের এমন সাফল্য দেশের প্রযুক্তিক্ষেত্রের অগ্রগতিকেই তুলে ধরেছে এবং এর মাধ্যমে সারা দেশে নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হয়েছে দেশীয় প্রযুক্তিতে।
প্রসঙ্গত, বিএসএনএলের (BSNL) ৪জি নেটওয়ার্ক স্থাপনের এই কর্মসূচি, সম্পূর্ণভাবে ভারতীয় কোম্পানিগুলির (Atma Nirbhar Bharat) দ্বারা পরিকল্পনা করা হয়েছে। ভারতীয় টেলিকম ক্ষেত্রে এ এক বড় মাইলস্টোন বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে, গত ২৯ অক্টোবর পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ৪জি সাইট ইনস্টল করেছে বিএসএনএল, যার মধ্যে ৪১ হাজারেরও বেশি সাইট বর্তমানে কাজ করছে। তবে এখানেই শেষ নয়, আরও জানানো হয়েছে, অদূর ভবিষ্যতে এক লাখেরও বেশি ৪জি সাইট স্থাপনের লক্ষ্য রেখেছে বিএসএনএল এবং দ্রুত গতিতে সেই কাজ এগিয়ে চলেছে।
পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত বিএসএনএলের ১৫ হাজার ৪জি সাইট ছিল। গত তিন মাসে ২৫ হাজারেরও বেশি নতুন ৪জি সেট যোগ হয়েছে। প্রসঙ্গত, বিএসএনএলের (BSNL) তরফ থেকে যে একলাখেরও বেশি নতুন টেলিকম ৪জি টাওয়ার স্থাপনের কর্মসূচি নেওয়া সেখানে টাটা কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে তাদের ২৪ হাজার ৫০০ কোটি টাকার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। এই চুক্তির মাধ্যমে ১০ বছর টাওয়ারগুলিকে রক্ষণাবেক্ষণ করবে টিসিএস।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।