সরকার অধিগৃহীত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এবার ৫জি সার্ভিস আনছে
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই মুকেশ আম্বানি ঘোষণা করেছেন যে দেশের সমস্ত রাজ্যগুলিতে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে জিও ৫জি সার্ভিস পৌঁছে যাবে। মুকেশ আম্বানির জিও ৫জি-র সংক্রান্ত ঘোষণার পরে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী। সরকার অধিগৃহীত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এবার ৫জি সার্ভিস আনছে। অর্থাৎ জিও ৫জি-র পরে এবার দেশে বিএসএনএল (BSNL) ৫জি-র সুবিধা আসতে চলেছে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই ধুঁকছে সরকারি এই টেলিকম সংস্থা (BSNL)। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী এদিন হাজির ছিলেন ওড়িশাতে। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন।
আরও পড়ুন: যোগী রাজ্যে মাদ্রাসার পড়ুয়ারা পড়বে এনসিইআরটি-র সিলেবাস, কবে থেকে জানেন?
সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) হাই স্পিডের ৫জি সার্ভিস আনতে চলেছে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন ভুবনশ্বরে জিও ৫জি সার্ভিস উদ্বোধন করার পরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন অশ্বিনী বৈষ্ণব। বিএসএনএলের (BSNL) ৫জি সার্ভিস ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যেই ভারতবর্ষের প্রতিটি রাজ্যে আমরা পৌঁছে দিতে পারব বলে আশা রাখছি, সাংবাদিক সম্মেলনে এদিন এই মন্তব্য করেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী আরও বলেন যে বিএসএনএলের (BSNL) ৫জি সার্ভিস শুরু হলে, এটি একটি বড় পাওনা হবে দেশের মানুষের কাছে। ৫জি সার্ভিস শুরু করার আগে এখন টেকনিক্যাল সমস্ত বিষয়গুলির খুঁটিনাটি দেখা হচ্ছে। নেটওয়ার্ক নতুনভাবে ডিজাইনিং এর কাজ চলছে। বিভিন্ন টিম এখন কাজ করছে ৪জি থেকে ৫জি উত্তরণের বিষয়ে।
আরও পড়ুন: সন্ত্রাসবাদীদের মদতদাতাদেরও নির্মূল করতে হবে, জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠকে অমিত শাহ
কেন্দ্রীয় টেলিকমন্ত্রী এদিন আরও বলেন মোদি সরকার ৫,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে দেশে টেলিকম ব্যবস্থার উন্নতির জন্য।
আরও পড়ুন: ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই হয়ে যাবে রাম মন্দির, ত্রিপুরায় ঘোষণা শাহের
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: