img

Follow us on

Sunday, Jan 19, 2025

Rishi Agarwal: ব্যাংক জালিয়াতিকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার এবিজি শিপইয়ার্ডের কর্ণধার ঋষি আগরওয়াল

অন্তত ২৮টি ব্যাংকের সঙ্গে ঋণখেলাপি করেছে গুজরাটের জাহাজ নির্মাণকারী এবং মেরামতি সংস্থা এবিজি।    

img

ঋষি আগরওয়াল

  2022-09-22 14:34:45

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সব থেকে বড় ব্যাংকঋণ জালিয়াতি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত এবিজি শিপইয়ার্ডের (ABG Shipyard) প্রাক্তন প্রধান ঋষি আগরওয়ালকে (Rishi Agarwal) গ্রেফতার করল সিবিআই (CBI)। ঋষিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মোট ২২,৮৪২ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। বুধবার তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  

আগেই ঋষির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই। গোয়েন্দাদের অভিযোগ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), আইসিআইসিআইসহ অন্তত ২৮টি ব্যাংকের সঙ্গে ঋণখেলাপি করেছে গুজরাটের জাহাজ নির্মাণকারী এবং মেরামতি সংস্থা এবিজি।

সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ঋষি, ডিরেক্টর শান্থনম মুথুস্বামী এবং অশ্বিনী কুমার-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, বিশ্বাসভঙ্গের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এক অডিট সংস্থার করা ফরেন্সিক অডিটে দেখা যায় যে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে অভিযুক্তেরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে অর্থ তছরুপ করেছেন। অভিযোগ, ওই বিপুল অঙ্কের ঋণের প্রায় ২৩ হাজার কোটি টাকা অন্তত ৯৮টি সংস্থায় সরিয়েছে এবিজি।  

আরও পড়ুন: বোলপুরে শিশুহত্যার ঘটনায় সিবিআই তদন্ত দাবি শুভেন্দুর, বিধানসভায় ওয়াকআউট বিজেপির

কীভাবে এই জালিয়াতি করল এবিজি? 

১৯৮৫ সালে ঋষি আগরওয়ালের হাতে তৈরি হয় সংস্থাটি। জাহাজ নির্মাণ এবং মেরামতি সংস্থার অফিস তৈরি হয় গুজরাটের সুরাট এবং দাহেশে। আইসিআইসিআই-সহ মোট ২৮টি ব্যাংক এই সংস্থার জন্যে ঋণ দেয়। ২০০৯ সালে বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও ২০০৫-২০১০ সাল অবধি ব্যাংক থেকে একাধিকবার ঋণ পেয়েছে এই সংস্থা। ২০১৪ সালে এবিজিকে ঋণ দেয় এসবিআই। কিন্তু ঋণ এবং তার সুদ শোধে ব্যর্থ হয় এবিজি। এর পর থেকে বার বার ঋণখেলাপি করে এবিজি। ২০১৭ সালে এবিজিকে দেউলিয়া ঘোষণা করে। সংস্থা থেকে ২৭,৪০০ কোটি টাকা পাওনা দাবি করে আইসিআইসিআইসহ অন্যান্য ব্যাংকগুলি। ২০১৯ সালে আর্থিক তছরুপ দুর্নীতি চিহ্নিত করে এসবিআই। ওই বছরই একটি মামলা দায়ের করে এসবিআই। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মামলার  তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সিবিআই জানায়, ২২,৮৪২ কোটি টাকার মধ্যে, আইসিআইসিআই- এর পাওনা ৭,০৮৯ কোটি টাকা, এসবিআই- এর ২,৯২৫ কোটি টাকা, আইডিবিআই- এর পাওনা ৩,৬৩৯ কোটি টাকা, ব্যাংক অফ বারোদার ১,৬১৪ কোটি টাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১,২৪৪ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ১,৩২৭ কোটি টাকা, ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের ১,২৪৪ কোটি টাকা, ব্যাংক অফ ইন্ডিয়ার ৭১৯ কোটি টাকা।  

আরও পড়ুন: পিএফআই-এর বিরুদ্ধে বাংলা সহ ১০ রাজ্যে ইডি-এনআইএ যৌথ হানা, গ্রেফতার ১০০

উল্লেখ্য, হলদিয়া বন্দরে হ্যান্ডলিংয়ের কাজের জন্য এবিজি শিপইয়ার্ড বরাত পেয়েছিল। তার পর ২০১২ সালে হঠাৎই রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে কাজ বন্ধ করে তারা। শুধু তাই নয়, তাদের অভিযোগ ছিল হলদিয়ায় আইন শৃঙ্খলার সমস্যা রয়েছে ও তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এ কথা বলে হলদিয়া থেকে কাজ গোটোনোর কথা ঘোষণা করেছিল এবিজি। তা নিয়ে বাংলায় তীব্র রাজনৈতিক জলঘোলা হয়।      

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Tags:

cbi

Rishi Agarwal Arrested

ABG Shipyard


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর