ভূস্বর্গে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, কমেছে পাথর ছোড়ার মতো ঘটনা...
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: “জম্মু-কাশ্মীরে যে কোনও সময় নির্বাচন করাতে আমরা প্রস্তুত।” বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একথা জানিয়ে দিল কেন্দ্র। ভোটার তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। শীঘ্রই অনুষ্ঠিত হবে নির্বাচন। তবে প্রথমেই বিধানসভা নির্বাচন হচ্ছে না। কেন্দ্র জানিয়েছে, প্রথমে হবে পঞ্চায়েত নির্বাচন।
২০১৮ সাল থেকে জম্মু-কাশ্মীরের রাশ রয়েছে কেন্দ্রের হাতে। পরের বছর ভূস্বর্গ থেকে বাতিল করা হয় ৩৭০ ধারা। কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে। এনিয়ে চলছে শুনানিও। বৃহস্পতিবার শুনানিতে হাজির ছিলেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমানি। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার শীঘ্রই জম্মু-কাশ্মীরে নির্বাচন পর্ব সম্পন্ন করবে। প্রথমে পঞ্চায়েত নির্বাচন হবে। এজন্য ভোটার তালিকা তৈরি করছে কেন্দ্র। তবে কবে নির্বাচন হবে, তা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন।”
এদিন শীর্ষ আদালতে হাজির ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতাও। তিনি বলেন, “পঞ্চায়েত ও পৌর কর্পোরেশনের পরে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।” তুষার বলেন, “তিনটি নির্বাচন হতে যাচ্ছে। জম্মু-কাশ্মীরে প্রথমবারের মতো ত্রিস্তর ব্যবস্থা কার্যকর করা হয়েছে। প্রথমে পঞ্চায়েত নির্বাচন হবে। এরপর হবে পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচন। লেহ কাউন্সিল নির্বাচন হয়ে গিয়েছে। আগামী মাসে হবে কার্গিল কাউন্সিল নির্বাচন।” কেন্দ্রের তরফে এদিন আদালতকে জানানো হয়, জম্মু-কাশ্মীরে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে। পাথর ছোড়ার মতো ঘটনা হ্রাস পেয়েছে ৯৭.২ শতাংশ। নিরাপত্তা কর্মীদের মৃত্যু হ্রাস পেয়েছে ৬৫.৯ শতাংশ।
আরও পড়ুুন: ‘ইন্ডিয়া’র বৈঠকের আগেই মোক্ষম চাল বিজেপির, প্রধানমন্ত্রী হাজির ‘টার্মিনেটর’-এর ভূমিকায়
প্রসঙ্গত, সীমানা পুনর্বিন্যাসের জেরে আসন সংখ্যা বেড়েছে জম্মু-কাশ্মীর বিধানসভার। সীমানা পুনর্বিন্যাসের আগে ভূস্বর্গে বিধানসভা কেন্দ্র ছিল ৮৩টি। বর্তমানে তা হয়েছে ৯০টি। সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষান ও বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় সেই মামলা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।