কর্মীদের বাড়িতে বসে কাজ করার সুযোগ দিলে তাতে দেশেরই উপকার হবে বলে জানান কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল
পীযুষ গোয়েল।
মাধ্যম নিউজ ডেস্ক: এবার বাড়ি থেকে বসে কাজ করার কথা ভাবছে কেন্দ্র। কোভিড পরবর্তী সময়ে ওয়ার্ক ফ্রম হোমের ( Work From Home) চাহিদা বেড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করাচ্ছেন। বহু কর্মী অফিস থেকে নয়,বরং বাড়ি থেকে কাজের পক্ষে সওয়াল করছেন। স্পেশাল ইকোনমিক জোন ( Special Economic Zone) বা সেজের (SEZ) কর্মীরাও তার ব্যতিক্রম নন। তাঁরাও চাইছেন বাড়ি থেকে কাজ করতে। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ( Piyush Goyal) জানিয়েছেন তাঁরা বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা করছেন।
আরও পড়ুন: ব্রিটিশ ঔপনিবেশিকতার সুখ্যাতি, মার্কিন অ্যাঙ্করকে মোক্ষম জবাব শশী থারুরের
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার বলেন "কোভিডের সময় আমরা সেজ সেক্টরকে বাড়ি থেকে কাজের অনুমতি দিয়েছিলাম। বাড়ি থেকে কাজের ফলে আমাদের রফতানি বৃদ্ধি পেয়েছিল। ২৫৪ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল রফতানি পরিষেবা। আমরা আশা করছি, এই বছর রফতানি পরিষেবা আরও বৃদ্ধি পাবে। বাড়ি থেকে কাজ করার সুবিধা দেওয়ায় সবাই উপকৃত হয়েছিল। অনেকেই এই পরিষেবা দেওয়ার পক্ষে সওয়ালও করেছে।"
আরও পড়ুন : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে ভারত! বিদেশমন্ত্রীর মন্তব্যে জল্পনা
ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চুক্তিভিত্তিক কর্মীরাও রয়েছেন। সেজ সেক্টরের থেকে অবশ্য ১০০ শতাংশ কর্মীকেই বাড়ি থেকে কাজের দাবি রাখা হয়েছে। কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে কেন্দ্র সেই বিষয়েও চিন্তাভাবনা করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, "বাড়ি থেকে কর্মীদের কাজ করতে দিলে ছোট শহরগুলিতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ফলে উৎপাদনও বৃদ্ধি পাবে। তাই কেন্দ্র এ নিয়ে ভাবছে।" কর্মীদের বাড়িতে বসে কাজ করার সুযোগ দিলে তাতে দেশেরই উপকার হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এখন সেজের আওতায় ৫০ শতাংশ কর্মী সর্বাধিক এক বছর পর্যন্ত বাড়িতে বসে কাজ করতে পারেন।