img

Follow us on

Saturday, Jan 18, 2025

Monkey Pox: মাঙ্কি পক্স নিয়ে নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের, কী করবেন, কী করবেন না? 

গোটা দেশে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা ৯ - এ দাঁড়াল। 

img

মাঙ্কি পক্স

  2022-08-04 11:34:06

মাধ্যম নিউজ ডেস্ক: এবার দিল্লিতে (Delhi) মাঙ্কি পক্সে (Monkey Pox) আক্রান্তের হদিশ মিলল। এবার এক নাইজেরীয় মহিলা (Nigerian woman)। বয়স ৩১ বছর। এই নিয়ে গোটা দেশে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা ৯ - এ দাঁড়াল। ৯ জন আক্রান্তের মধ্যে ইনিই প্রথম মহিলা। বাকি ৮ জনই পুরুষ। আক্রান্ত মহিলার শরীরে ফুসকুড়ি রয়েছে এবং সঙ্গে রয়েছে জ্বর। দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তাঁর বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। 

আরও পড়ুন: দিল্লিতে আরও এক মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ, বিদেশ যাওয়ার ইতিহাস নেই রোগীর

দেশে মাঙ্কি পক্স দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। এই অবস্থায় কীভাবে সতর্ক থাকবেন দেশের মানুষ তার জন্যে একটি বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry)। সেখানে বলা হয়েছে কী করতে হবে, আর কী করা যাবে না। 

কী করবেন?

  • নিজেকে আইসোলেটেড রাখুন, যাতে অন্য কারও মধ্যে এই রোগ ছড়াতে না পারে।
  • হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।
  • জল এবং সাবান দিয়ে বার বার হাত ধুতে হবে।
  • মাঙ্কি পক্সে আক্রান্তের কাছাকাছি থাকলে মাস্ক এবং গ্লাভস পরে থাকুন।
  • আশপাশ পরিষ্কার করার জন্যে ডিসইনফেক্ট্যান্টস ব্যবহার করুন। 

আরও পড়ুন: মাঙ্কি পক্সের নতুন উপসর্গ শনাক্ত করলেন বিজ্ঞানীরা, কী সেই উপসর্গ?

কী করবেনা না?

  • আক্রান্ত কারও ব্যবহার করা কাপড়, বিছানার চাদর, বালিশ, ব্যবহার করবেন না।
  • আপনার যদি এই রোগের সামান্য কোনও উপসর্গও থাকে, তাহলেও জনসমক্ষে যাওয়া এড়িয়ে চলুন।
  • আক্রান্ত কোনও রোগীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ভুল তথ্য প্রচার করবেন না।
  • আক্রান্ত কোনও ব্যক্তির বার বার সংস্পর্শে এলে বা দীর্ঘক্ষন সংস্পর্শে থাকলে, যে কেউ আক্রান্ত হতে পারেন।
  • মাঙ্কি পক্সকে বিশ্বব্যাপী অতিমারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই এই রোগে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রান ১৬,০০০ মানুষ। সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে ইউরোপে। 

 

 

 

 

 

 

Tags:

Delhi

Monkey Pox

Nigerian woman

Union Health Ministry


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর