img

Follow us on

Friday, Nov 22, 2024

Covid-19 review meet: ‘ভিড়ে মাস্ক পরুন, বুস্টার ডোজ নিন’, চিনে করোনার বাড়বাড়ন্তর পরই পরামর্শ কেন্দ্রের

দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে প্রতি সপ্তাহে বৈঠকে বসবে স্বাস্থ্য মন্ত্রক...

img

কোভিড ১৯

  2022-12-21 17:30:20

মাধ্যম নিউজ ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী বিশ্বের কোভিড গ্রাফ (Covid-19 review meet)। প্রতিবেশী দেশে বেসামাল করোনা পরিস্থিতি। চিনে হু হু করে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। আর এই পরিস্থিতি দেশে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে আজ, বুধবার তড়িঘড়ি বৈঠক ডাকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে প্রতি সপ্তাহে বৈঠকে বসবে স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। উল্লেখযোগ্যভাবে সবাই মাস্ক পরে ছিলেন সেই বৈঠকে। তাহলে আবার বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক?

কী বললেন স্বাস্থ্যমন্ত্রী? 

বৈঠকের পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Covid-19 review meet) বলেন, "কয়েকটি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আজ বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখলাম। করোনা এখনও শেষ হয়নি। সকলেই আমি সতর্ক থাকতে এবং নজরদারি আরও বাড়াতে নির্দেশ দিয়েছি। আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি আছি।"

আরও পড়ুন: শীতকালে মেথি শাক খান আর চিরতরুণ থাকুন

এখনও এই নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Covid-19 review meet)। তবে অনেকেই মনে করছেন, আবার ফিরে আসতে চলেছে মাস্ক। ফিরে আসতে পারে কোভিড বিধির কড়াকড়ি। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টেস্ট চালিয়ে যেতে হবে, পজিটিভ রোগীর নমুনার জিনোম সিকোয়েন্সিংও করা হবে। গত ২৪ ঘণ্টায় ১২৯ জন নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩,৪০৮জন। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। চিনের 'জিরো কোভিড নীতি'- তে ক্ষুব্ধ সে দেশের জনগণ। ফলে, সম্প্রতি চিন তা থেকে সরে এসেছে। ভারতকে হয়তো নতুন করে করোনা বিধিনিষেধ আরোপ করতে হবে। ভারতে এখন অবধি করোনা নিয়ন্ত্রণে থাকলেও কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় দেশ। 

বিষয়টি নিয়ে নীতি আয়োগের (Covid-19 review meet) সদস্য ভিকে পল বলেন, "আপাতত সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক না করা হলেও ভিড়ের জায়গায় সেই করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্র। ভিড়ের জায়গায় মাস্ক ব্যবহার করুন - সেটা ভিতরে হোক বা বাইরে। যাঁদের কো-মর্বিডিটি আছে বা যাঁদের বয়স বেশি, তাঁদের ক্ষেত্রে এটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ।" 

তিনি আরও বলেন, "মাত্র ২৭-২৮ শতাংশ মানুষ প্রিকশন ডোজ নিয়েছেন। মূলত প্রবীণ নাগরিক এবং বাকিদের প্রিকশন ডোজ নেওয়ার আর্জি জানানো হচ্ছে। প্রিকশন ডোজ নেওয়া কার্যকরী। প্রত্যেককে প্রিকশন ডোজ নিতে বলা হচ্ছে।"

বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি দিয়ে ভারত জোড়ো যাত্রায় কোভিড নীতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তা না করা গেলে পদযাত্রা বন্ধ রাখা উচিত বলে চিঠিতে বলেন তিনি।

বিশ্বের অন্যান্য দেশে সম্প্রতি করোনা সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ার পর রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে করোনা আক্রান্তদের জিনোম সিকোয়েন্সিংয়ের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

booster dose

Mask

Covid-19 review meet


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর