BCCI: ডাবলিনে বসে চাঁদে পা রাখার মুহূর্ত উপভোগ করল ভারতীয় ক্রিকেট দল
বিক্রম চাঁদের মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা সচিন, কোহলিদের।
মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে ভারত। বুধবার সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করেছে ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan 3) মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রম'। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে পেরে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট তারকারা। সোশ্যাল সাইটে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সচিন, কোহলিরা। ইসরোকে এই সাফল্যের জন্য কুর্ণিশও জানালেন তাঁরা।
विजयी विश्व तिरंगा प्यारा, झंडा ऊँचा रहे हमारा
— Sachin Tendulkar (@sachin_rt) August 23, 2023
@ISRO represents the best of India. Humble, hardworking women & men, coming together, overcoming challenges, and making our tricolour fly high.
India must celebrate and congratulate the Chandrayaan-2 team, which was led by Shri K… pic.twitter.com/WpQn14F1Mh
চাঁদের মাটি ছোঁয়ার পর, পৃথিবীতে যে বার্তা পাঠিয়েছে, ট্যুইটারে (অধুনা X) তা পোস্ট করেছে ISRO. ল্যান্ডার 'বিক্রম'কে উদ্ধৃত করে লেখা হয়, 'ভারত, গন্তব্যে পৌঁছে গিয়েছি আমি। লক্ষ্যপূরণ হল তোমারও'। ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছে ইসরো-ও।
Many congratulations to the #Chandrayaan3 team. You have made the nation proud 🇮🇳
— Virat Kohli (@imVkohli) August 23, 2023
Jai Hind!
ডাবলিনে আয়ার ল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলছে যসপ্রীত বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দল। হাতে চাঁদ পাওয়ার দূর্লভ মুহূর্ত দেখে এদিন উদীপ্ত ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় বোর্ডের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওর ক্যাপশন হিসেবে লেখা হয়, ডাবলিন থেকে ইতিহাসের সাক্ষী। ইসরোকেও অভিনন্দন জানানো হয়।
🎥 Witnessing History from Dublin! 🙌
— BCCI (@BCCI) August 23, 2023
The moment India's Vikram Lander touched down successfully on the Moon's South Pole 🚀#Chandrayaan3 | @isro | #TeamIndia https://t.co/uIA29Yls51 pic.twitter.com/OxgR1uK5uN
ভারত অধিনায়ক রোহিত শর্মা ইসরো-কে অভিনন্দন জানিয়ে লিখেছেন, প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো গেল। আমাদের প্রত্যেকের জন্য গর্বের এক মুহূর্ত। ইসরোর এই প্রচেষ্টার জন্য অভিনন্দন।
🇮🇳 - The 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 to reach the lunar south pole.
— Rohit Sharma (@ImRo45) August 23, 2023
That's got a nice ring to it 👏
A proud moment for each one of us & a big congratulations to @isro for all their efforts.
বোর্ডের সচিব জয় শাহ লিখেছেন, ঐতিহাসিক এক মুহূর্ত আগামী প্রজন্মের জন্য দারুণ গর্বের এক অধ্যায়, গোটা দেশ ইসরোর জন্য গর্ব করছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: