img

Follow us on

Sunday, Jan 19, 2025

Chattisgarh: ছত্তিশগড়ে মাওবাদীরা খুন করল বিজেপি নেতাকে

জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি একটি বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিলেন বিজেপি নেতা নীলকান্ত বাবু। সেখানে হঠাৎই দুপুর তিনটে নাগাদ হাজির হয় তিন সশস্ত্র মাওবাদী

img

প্রতীকী ছবি

  2023-02-07 13:29:28

মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে (Chattisgarh) বিজেপি নেতাকে  বাড়ি থেকে টেনে বের করে নিয়ে খুন করল মাওবাদীরা। পরিবারের সদস্যদের সামনেই নৃশংসভাবে হত্যা করা হয় বিজেপি নেতা নীলকান্ত কাক্কেমকে। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন নীলকান্তবাবু, সেখান থেকে জোর করে টেনে নিয়ে এসে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে।  এই ঘটনায় এখনও কাউকে আটক যায়নি বলেই জানিয়েছে পুলিশ।

ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ

জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি একটি বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিলেন বিজেপি নেতা নীলকান্ত বাবু। সেখানে হঠাৎই দুপুর তিনটে নাগাদ হাজির হয় তিন সশস্ত্র মাওবাদী। এরপর জোর করে বাড়ি থেকে টেনে বের করে পরিবারের সামনেই তাঁকে কোপানো হয়। নিহত নেতার স্ত্রী ললিতা দেবী জানিয়েছেন, বাড়ির সকলের সামনেই ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয় তাঁর স্বামীকে। 

পুলিশ কী বলছে

স্থানীয় থানা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে ঘটে এই হত্যাকান্ড। সেখানকার এসিপি চন্দ্রকান্ত গাভার্না বলেন, “প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে, এই কাজ মাওবাদীদেরই। যদিও এখনও খুনিদের গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।” পুলিশের মতে, দীর্ঘ পরিকল্পনার পরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জানা গিয়েছে, হত্যাকাণ্ডের সময় ১৫০ জন মাওবাদীর একটি দল গোটা গ্রাম ঘিরে রেখেছিল। সাধারণ পোশাকেই এসেছিল তারা।

বিজেপির মণ্ডল সভাপতি হিসেবে কাজ করছিলেন নীলকান্ত বাবু

জানা গিয়েছে, মৃত নীলকান্ত বাবু দীর্ঘদিনের বিজেপি কর্মী। উসুর মণ্ডলের বিজেপি সভাপতি হিসাবে ১৫ বছর ধরে কাজ করছেন তিনি। সেখানে মিশনারিদের ধর্মান্তকরণের বিরুদ্ধে সোচ্চারও হতেন তিনি। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, বেশ কয়েকদিন ধরেই মাওবাদীরা হুমকি দিচ্ছিল নীলকান্ত বাবুকে। তাঁর আরও অভিযোগ, “সমান্তরাল ভাবে দ্বিতীয় একটি সরকার চালাচ্ছে এখানে মাওবাদীরা। বেছে বেছে বিজেপি নেতাদের খুন করা হচ্ছে, তবে এভাবে বিজেপিকে রোখা যাবেনা বলেও জানিয়েছেন ওই বিজেপি নেতা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Tags:

Chattisgarh


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর