img

Follow us on

Thursday, Sep 19, 2024

Madhya Pradesh: কুনো জাতীয় উদ্যানের চিতা ঢুকে পড়ল মধ্যপ্রদেশের গ্রামে

ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

img

প্রতীকী ছবি

  2023-04-02 18:11:27

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার আচমকা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শেওপুর জেলার বিজয়পুরের ঝাড় বারোদা গ্রামে ঢুকে পড়ে একটি চিতা। এই চিতাগুলি নামিবিয়া থেকে এনে রাখা হয়েছিল কুনো জাতীয় উদ্যানে। ওবান নামের ওই চিতাটিকে ঝাড় বারোদা গ্রামের একটি চাষের ক্ষেতের পাশে শুয়ে থাকতে দেখা যায়। এই গ্রামটি কুনো জাতীয় উদ্যান থেকে প্রায় ২০ কিমি দূরে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে ছবি ও ভিডিয়ো তুলে রাখার পাশাপাশি বন দফতরকে খবর দেয়ে। ঘটনাস্থলে আসেন বন দফতরের সদস্যরা।

আরও পড়ুন: গত ৫০ বছরে রেকর্ড মুদ্রাস্ফীতি পাকিস্তানে! খাদ্য সামগ্রী নেওয়ার হুড়োহুড়িতে প্রাণ গেল ২০ জনের

কী বললেন বন দফতরের আধিকারিক

এপ্রসঙ্গে এক আধিকারিক জানান, কুনো জাতীয় উদ্যান (Kuno National Park) থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত বিজয়পুরের ঝাড় বারোদা গ্রামে ঢুকে পড়েছে নামিবিয়া থেকে আসা ওবান নামের একটি চিতা। নজরদারি দলের সদস্যরা গ্রামে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখছে। চিতাটিকে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।

ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

এদিকে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। চিতাটি গ্রামবাসীদের উপর আক্রমণ করলে কী হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

আরও পড়ুন: কংগ্রেস জমানায় প্রায় ৫ লক্ষ কোটির দুর্নীতি! বিজেপি প্রকাশ করল ভিডিও সিরিজ, ‘কংগ্রেস ফাইলস’

 

আরও পড়ুন: দেশীয় কোম্পানিগুলির সঙ্গে প্রায় ৩২,০৮৬ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির অনুমোদন

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhya Pradesh


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর