আজকের দিনেই শনিবারই ৭২ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
চিতা
মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। আফ্রিকার নামিবিয়া থেকে আনা আটটি চিতাকে (Cheetah Returned to India) শনিবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park in Madhya Pradesh) ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রায় ৭০ বছর পর দেশে পা দিল চিতা। স্বাধীনতার পরে দেশ থেকে বিলুপ্ত। ১৯৪৮ সালে শেষ চিতা দেশে পাওয়া গিয়েছিল। তারপরেই চিতাকে দেশে বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু এই দিনের আরেকটি বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের দিনেই শনিবারই ৭২ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আটটি চিতার মধ্যে পাঁচটি নারী। এদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে। এদিকে তিনটি পুরুষের বয়স সাড়ে ৪ থেকে সাড়ে ৫ বছরের মধ্যে। কুনো জাতীয় উদ্যানের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাসজমি, ছোট ছোট টিলা।
আরও পড়ুন: মোদির জন্মদিনে পুজো বা কেক কাটা নয় আজ থেকে সেবাপক্ষ শুরু বিজেপির
চিতা নিয়ে আসার পরে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পার্কে নামিবিয়া থেকে আনা ৮টি চিতা রাখা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত কর্মসূচী অনুযায়ী, সকাল ৯.২০ মিনিটে গোয়ালিয়র বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর তিনি শেওপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় পার্কে রওনা দেন। চিতাগুলিকে পার্কে ছেড়ে দেওয়ার প্রক্রিয়াতে অংশ নেন প্রধানমন্ত্রী মোদি। জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে তিনি এর প্রথম প্রক্রিয়াতে অংশ নেন তিনি। ১০.৪৫ মিনিটে দ্বিতীয় স্থান যেখানে চিতা ছাড়া হয় সেখানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
#WATCH | The special chartered cargo flight, bringing 8 cheetahs from Namibia, lands at the Indian Air Force Station in Gwalior, Madhya Pradesh.
— ANI (@ANI) September 17, 2022
Prime Minister Narendra Modi will release the cheetahs into Kuno National park in MP today, on his birthday. pic.twitter.com/J5Yxz9Pda9
১৯৫২ সালে ভারত থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল চিতা। সাত দশক পর ফের একবার ভারতের মাটিতে পা রাখল চিতা। কুনো জাতীয় উদ্যানে চিতাগুলিকে রাখার জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। ভারত সরকারের 'প্রজেক্ট চিতা'র আওতায় দেশে নতুন চিতা আসছে। দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে ৫০টি চিতা আনা হবে ভারতে।
এই চিতাগুলিকে শুরুতে একটি বিশেষ স্থানে ঘিরে রাখা হবে। এই বেষ্টনীতে কিছু সময়ের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এটি বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী স্থানান্তর প্রকল্পগুলির মধ্যে একটি।
কুনো জাতীয় উদ্যানে চিতাগুলি ছেড়ে দেওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেওপুর জেলায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এর পরে তিনি এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি প্রোগ্রামে অংশ নেবেন। সেখানে বেশ কিছু প্রকল্পের শিল্যানাস করতে পারেন প্রধানমন্ত্রী মোদি।