GST Council: তামাকজাত দ্রব্যের উপর জিএসটির কোপ, বাড়তে পারে দাম, কী ভাবছে মন্ত্রিগোষ্ঠী?
দাম বাড়তে পারে সিগারেটের। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: সুখটানে পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তের। দাম বাড়ছে সিগারেট (Cigarettes Price Hike) সহ অন্যান্য তামাকজাত দ্রব্যের। প্রায় ৩৫ শতাংশ দাম বাড়তে পারে সিগারেটের। কোপ পড়তে পারে বেশ কিছু পানীয়ের উপরেও। কারণ কোল্ড ড্রিঙ্কস, সিগারেট, তামাকজাত দ্রব্য-সহ শরীরের পক্ষে বিভিন্ন ক্ষতিকারক দ্রব্যের জিএসটি বাড়ানোর সুপারিশ করল মন্ত্রিগোষ্ঠী (GST Council)। আপাতত সেইসব দ্রব্যের উপরে ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়। সেটা বাড়িয়ে ৩৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।
সূত্রের খবর, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠী যে সুপারিশ করেছে, তা নিয়ে আগামী ২১ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে আলোচনা করা হবে। জিএসটি বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন কাউন্সিল (GST Council)। বর্তমানে সিগারেটের (Cigarettes Price Hike) উপর ২৮ শতাংশ হারে জিএসটি লাগু আছে। এখন একলাফে জিএসটি ৩৫ শতাংশ বাড়লে, দাম বাড়বে অনেকটাই। বর্তমানে জিএসটি হার ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ, এই চারটি স্তরে রয়েছে। এবার নেশার দ্রব্যের উপর নতুন করে ৩৫ শতাংশ করকাঠামো আনা হতে পারে। মন্ত্রিগোষ্ঠীর তরফে মোট ১৪৮টি পন্যের উপর ট্যাক্স পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। যা রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তামাকজাত পণ্যের দাম মূলত জিএসটির উপর নির্ভর করে। কেন্দ্রীয় বাজেট পেশের পর দেখা গিয়েছিল টোবাকো ট্যাক্স বাড়ানো হয়নি। ফলে কেন্দ্রীয় বাজেট অনুসারে সিগারেটের দামের (Cigarettes Price Hike) কোনও পরিবর্তন হয়নি। সংবাদ সংস্থা সূত্রে খবর, জিএসটি হার যুক্ত করার জন্য জিএসটি পরিষদ গত ৯ সেপ্টেম্বরের বৈঠকে মন্ত্রিগোষ্ঠী তৈরি করেছে। সোমবার সেই গোষ্ঠীর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় বেশ কিছু পানীয়, সিগারেট, তামাক এবং তামাকজাত পণ্যের (Cigarettes Price Hike) উপর ২৮ শতাংশ করের বদলে ৩৫ শতাংশ কর বসানো হতে পারে।
মন্ত্রিগোষ্ঠীর (GST Council) ওই বৈঠকে আরও বলা হয়েছে যে, প্যাকেটজাত পানীয় জলের (২০ লিটার বা তার বেশি) ক্ষেত্রে জিএসটি ১৮ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হতে পারে। ১০ হাজার টাকার কম দামের সাইকেলে জিএসটি ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হতে পারে। ১৫ হাজার টাকার বেশি দামের জুতোতে জিএসটি ১৮ থেকে ২৮ শতাংশ করা হতে পারে। ২৫ হাজার টাকার বেশি দামি ঘড়ির উপর জিএসটি ১৮ থেকে বাড়িতে ২৮ শতাংশ করা হতে পারে। এছাড়াও, জীবন বিমা এবং স্বাস্থ্যবিমার ক্ষেত্রে জিএসটি কমানোর (GST Council) প্রস্তাবও দেওয়া হয়েছে। এখন বীমার প্রিমিয়ামের ওপর ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হয়। প্রবীণদের ক্ষেত্রে সেটাও সরে যেতে পারে বলে খবর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।