img

Follow us on

Saturday, Jan 18, 2025

ITR Filing Mistake: আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে এই ভুলগুলো ভুলেও করবেন না

৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে কোনও 'লেট ফি' দিতে হবে না। 

img

আয়কর রিটার্ন

  2022-06-29 13:51:10

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিল করা শুরু হয়েছে ১৫ জুন থেকে। আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২২। ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে কোনও 'লেট ফি' দিতে হবে না। তবে কেউ যদি এই তারিখের পরে আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে তাঁকে আয়করের ধারা ২৩৪এ এবং ধারা ২৩৪এফ-এর অধীনে লেট ফি সহ করের উপর সুদ দিতে হবে। অন্যদিকে, অডিট করতে হয় এমন কোনও ব্যবসার জন্য আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২২। টিপি রিপোর্ট হয় এমন ব্যবসার জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২২৷ 

আরও পড়ুন: এখনও দাখিল করেননি আয়কর রিটার্ন! গুনতে হতে পারে বাড়তি টাকা

দেরি না করে এখনই দাখিল করে দিন আয়কর রিটার্ন। কিন্তু খেয়াল রাখবেন দাখিল করার সময় কখনই করবেন না এই ভুলগুলো: 

১। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (file) করতে গেলে প্রথমেই যে কাজটি করতে হয় তা হল একটি ফর্ম (form) ফিল আপ করা। সবার জন্য কিন্তু এক ফর্ম থাকে না। এক এক জন আয়কর প্রদানকারীর এক এক রকমের ফর্ম (form) হয়। আপনার যেমন আয় অথবা যে সোর্স থেকে আয় অর্থাৎ আপনি চাকরি করেন নাকি ব্যবসা করেন – এই বিষয়গুলোর উপরে নির্ভর করে আয়কর রিটার্ন (income tax return) ফাইল (file) করার ফর্ম (form)। আপনার জন্য যে ফর্মটি সঠিক, সেই ফর্মটিই ফিল আপ করুন। যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কোনও পারদর্শীর সাহায্য নিন। এছাড়াও বিষদে জানতে ভারত সরকারের ওয়েবসাইট দেখতে পারেন। 

২। আপনি কোন বছরের জন্য ইনকাম ট্যাক্স ফাইল করছেন তা জানা খুব জরুরি। আমাদের ফিনানশিয়াল ইয়ার শুরু হয় এপ্রিল থেকে এবং শেষ হয় মার্চে। সুতরাং আপনি যদি এবছর অর্থাৎ ২০২২ তে আয়কর রিটার্ন (income tax return) দাখিল (file) করেন, তাহলে আপনি কর জমা দিচ্ছেন গত বছরের।   

৩। যখন আয়কর রিটার্নের (income tax return) ফর্ম (form) ফিল আপ করবেন তখন খুব ভাল করে পড়ে তবেই করবেন। সব তথ্য সঠিকভাবে লিখতে ভুলবেন না। আপনার নাম (সমস্ত ডক্যুমেন্টে যে বানান রয়েছে সেই বানানই লিখুন), ঠিকানা (যদি দুটি ঠিকানা থাকে অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় তাহলে দুটি ঠিকানাই উল্লেখ করুন), ফোন নম্বর, আধার কার্ড নম্বর, প্যান কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর – ইত্যাদি প্রতিটি তথ্যই সঠিক লিখবেন। 

আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না? বেশি কর দেওয়ার জন্যে প্রস্তুত হন

৪। আপনি চাকরি করুন অথবা ব্যবসা, শুধুমাত্র সেইটুকু আয়ের বিষয়েই তথ্য দেবেন এমন যেন না হয়। যদি আপনি কোথাও বিনিয়োগ করেন এবং সেখান থেকে আপনি সুদ পেয়ে থাকেন, সেই টাকাও কিন্তু আপনার  আয়ের মধ্যে পড়ে। অথবা যদি আপনার বাড়ি বা দোকান থাকে এবং সেটি আপনি ভাড়া দেন এবং সেখান থেকে একটা টাকা প্রতি মাসে আপনার ব্যাঙ্কে জমা হয়, তাও আপনার আয়ের মধ্যে পড়ে। সুতরাং সমস্ত আয়ের টাকার অঙ্কই উল্লেখ করবেন। তা না হলে পরে সমস্যায় পড়তে পারেন।

৫। আপনি যদি ডিজিটাল সই এবং আধার কার্ডের তথ্য ছাড়াই আইটিআর ফাইল করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আইটিআর- ভি -এর সই করা একটি কপি আয়কর দফতরের বেঙ্গালুরুর অফিসে আইটিআর ফাইল করার ১২০ দিনের মধ্যে পাঠাতে হবে। নাহলে আপনার আইটিআর ফাইলিংকে বাতিল করা হবে। যতক্ষণ না আপনি এই তথ্যগুলি পাঠাবেন ততক্ষণ আপনার দাখিল সম্পূর্ণ হবে না। 

৬। বেতনভুক কোনও কর্মচারিকে আগাম কর দিতে হয়না। কারণ প্রতিমাসে তাঁর বেতন থেকে টিডিএসের মাধ্যমে সেই কর কেটে নেওয়া হয়। কিন্তু আপনি যদি বেতনভুক কর্মচারি না হন, তাহলে অবশ্যই আপনাকে আগাম কর দিতে হবে। যদি এই আগাম কর না দেন, তাহলে আপনাকে বাড়তি টাকা গুনতে হতে পারে। 
 

Tags:

Income Tax

IT Return

E Filing


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর