এর আগে ২০ অক্টোবর গুগলকে ১ হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা করেছিল সিসিআই।
মাধ্যম নিউজ ডেস্ক: প্লে স্টোর নীতিতে বার বার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে গুগলের (Google) বিরুদ্ধে। এই অপরাধে গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দুবার জরিমানা করা হল গুগলকে। এরই সঙ্গে অনৈতিকভাবে ব্যবসা বন্ধ করারও নির্দেশ দিয়েছে সিসিআই। মঙ্গলবার সংস্থাটিকে জরিমানা করে এই নির্দেশ দিয়েছে সিসিআই। সিসিআই- এর অভিযোগ, পেমেন্ট অ্যাপের প্রচারের জন্য নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে গুগল। ট্যুইটারে এই জরিমানার কথা ঘোষণা করেছে গুগল।
Competition Commission of India (CCI) imposes a penalty of Rs 936.44 cr on Google for abusing its dominant position with respect to its Play Store policies, apart from issuing a cease-and-desist order. CCI also directed Google to modify its conduct within a defined timeline: CCI pic.twitter.com/5WwKTciXnG
— ANI (@ANI) October 25, 2022
এর আগে ২০ অক্টোবর গুগলকে ১ হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা করেছিল সিসিআই। সেই সময় অভিযোগ করা হয়েছিল, অনলাইন সার্চ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপ যেমন ক্রোম এবং ইউটিউবকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে গুগল। আর তার জেরেই জরিমানা করা হয়। গুগল জানিয়েছে, এই নির্দেশের ফলে ধাক্কা খাবেন ভারতীয় ব্যবহারকারীরা।
আরও পড়ুন: ইউক্রেনের চারটি অঞ্চলে সামরিক আইন জারি করল মস্কো
সিসিআই তার তদন্তে দেখেছে, ভারতে অ্যাপ স্টোরের বাজারে স্মার্ট মোবাইল ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল আইওএস -এ গুগলের প্রাধান্য থাকার সুযোগ নিচ্ছে কোম্পানি। গুগলের প্লে স্টোরের নীতি অনুযায়ী, অ্যাপ ডেভেলপারদের প্লে স্টোরে নিজেদের অ্যাপ রাখতে হলে গুগল প্লে বিলিং সিস্টেম (GPBS) ব্যবহার করতে হবে। অ্যাপ ডেভেলপাররা GPBS ব্যবহার করার ক্ষেত্রে যদি Google-এর নীতি অনুসরণ না করে, তাহলে তারা তাদের অ্যাপগুলি প্লে স্টোরে রাখতে পারবে না। গুগলের এই নীতির কারণে, অ্যান্ড্রয়েড অ্যাপগুলি একটা বড় গ্রাহক সংখ্যা হারাচ্ছে। শুধু তাই নয়, প্লে স্টোরে এই অ্যাপ রাখার জন্য বিলিংয়ের ক্ষেত্রে UPI অ্যাপগুলিকেও লেনদেনের সুযোগ দিচ্ছে না গুগল। প্লে স্টোরের অ্যাপে নিজেদের পেমেন্ট অ্যাপকেই প্রমোট করছে কোম্পানি। যা আদতে আইনবিরুদ্ধ। সেই কারণেই গুগলের বিরুদ্ধে জরিমানার পথে হেঁটেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া।