img

Follow us on

Friday, Nov 22, 2024

Congress President Poll: মনোনয়ন তুললেন থারুর-বনসল! কংগ্রেস সভাপতির দৌড়ে কারা?

মধুসূদন মিস্ত্রি মঙ্গলবার সোনিয়া গান্ধীর কাছে ‘ডেলিগেটদে’র একটি তালিকা জমা দিয়েছেন। এই ডেলিগেটরাই কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

img

পবন বনসল ও শশী থারুর।

  2022-09-27 17:04:48

মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস সভাপতি পদের জন্য মঙ্গলবার মনোনয়ন তুললেন শশী থারুর (Sashi Tharoor)। শশী যে মনোনয়ন তুলবেন তা জানাই ছিল। কিন্তু এদিন রাজনৈতিক মহলকে খানিকটা অবাক করে মনোনয়ন তুললেন বর্ষীয়ান নেতা পবন বনসল। মঙ্গলবার কংগ্রেসের নির্বাচনের দায়িত্বে থাকা মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistri) জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট দু’জন কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন তুলেছেন। একজন শশী থারুর, অপরজন পবন বনসল। অশোক গেহলট মনোনয়ন তুলবেন কিনা, সে বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলেই দাবি করেছেন মধুসূদন।

আরও পড়ুন: দল নয় রাজ্য, মুখ্যমন্ত্রীত্বই পছন্দ গেহলটের! ক্ষুব্ধ হাইকমান্ড, কংগ্রেস সভাপতি পদে কে?

সূত্রের খবর, কংগ্রেস সভাপতির (Cong Poll) দৌড়ে রয়েছেন মুকুল ওয়াসনিক, মল্লিকার্জুন খাড়গে, দিগ্বিজয় সিং, কেসি বেনুগোপালও। এক সময় মনে করা হয়েছিল, কংগ্রেসের পরবর্তী সভাপতি হতে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কিন্তু তিনি ও তাঁর অনুগতদের সাম্প্রতিক কার্যকলাপে বেজায় চটে কংগ্রেস হাইকমান্ড। এখন কার্যত কংগ্রেসের সভাপতি হওয়ার দৌড় থেকে বাদ পড়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সম্প্রতি, তাঁর অনুগত ৯২ জন বিধায়ক দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণার পরেই, এই সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’-র মাঝে পার্টিকে বিব্রত করেছে রাজস্থানের পরিস্থিতি। অনুগত বিধায়কদের মাধ্যমে 'বিদ্রোহের ষড়যন্ত্র' করার জন্য অশোক গেহলটের উপর ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব। গান্ধী পরিবারের অনুগত হলেও, গেহলটের রাজস্থান মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকার করার বিষয়টি ভালোভাবে নেয়নি কংগ্রেস। জানা যাচ্ছে, অশোক গেহলটের জায়গায় এই পদের জন্যে নামতে পারেন মল্লিকার্জুন খাড়গে এবং দিগ্বিজয় সিং।

আরও পড়ুন: ক্ষমতা হস্তান্তর বারবার ভুগিয়েছে কংগ্রেসকে, অন্যদিকে লক্ষ্যে অবিচল বিজেপি

তবে এই পরিস্থিতিতে বনসল মনোনয়ন তোলায় হতচকিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। চণ্ডীগড়ে রাজনীতি করা বনসল গান্ধী (Gandhi Family) পরিবারের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। এই মুহূর্তে কংগ্রেসের কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। তাই তাঁর মনোনয়ন তোলার পিছনে গান্ধী পরিবারের হাত রয়েছে, বলে অনুমান। কংগ্রেস কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি মঙ্গলবার সোনিয়া গান্ধীর কাছে ‘ডেলিগেটদে’র একটি তালিকাও জমা দিয়েছেন। এই ডেলিগেটরাই কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Congress President Poll

Cong poll

Digvijaya among possible candidates

Kamalnath

Wasnik


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর