রাম মন্দির ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদির...
প্রধানমন্ত্রী মোদি (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দির ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Modi News)। ছত্তিশগড়ের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘রাম মন্দিরের নির্মাণে কংগ্রেস ক্রুদ্ধ।’’ প্রধানমন্ত্রী সোমবারই তাঁর ভাষণে বলেন, ‘‘রামনবমী খুব বেশি দূরে নয়। চলতি বছরের রামনবমী এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন রামলালা তাঁবুর বদলে মন্দিরে অধিষ্ঠিত হয়েছেন। ৫০০ বছর পরে আমাদের এই স্বপ্ন পূরণ হয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই ছত্তিশগড়ের ননীহালের (ননীহালকে রামচন্দ্রের মামা বাড়ি মানা হয়) সবথেকে বেশি খুশি হওয়ার কথা।’’ গান্ধী পরিবারকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রীর আরও কটাক্ষ, ‘‘কংগ্রেসের রয়াল ফ্যামিলি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পর্যন্ত প্রত্যাখ্যান করেছে।’’
সোমবারে ছত্তিশগড়ের বস্তারে (PM Modi News) সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানে এই কথাগুলি তাঁকে বলতে শোনা যায়। প্রসঙ্গত, বস্তারে ভোট রয়েছে প্রথম দফাতেই। তা হল ১৯ এপ্রিল। প্রধানমন্ত্রী এদিন আরও দাবি করেন, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করাতে এটা প্রমাণিত হচ্ছে যে কংগ্রেস কোন পর্যায়ে তোষণ নীতিতে পৌঁছেছে। কংগ্রেস যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তা বাস্তবিক পক্ষের মুসলিম লিগের ইস্তাহার।’’ প্রধানমন্ত্রী মোদি (PM Modi News) এদিন আরও দাবি করেন, ‘‘যাঁরা যাঁরা সেদিনকার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রত্যেককে কংগ্রেস পার্টি থেকে বহিষ্কার করেছে।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News) এদিন কংগ্রেসকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে আরও বলেন, ‘‘কংগ্রেস মনে করত যে তাদের কাছে দেশবাসীকে লুট করা লাইসেন্স রয়েছে। কিন্তু ২০১৪ সালের পর থেকে মোদি সেই লাইসেন্সকে ক্যানসেল করে দিয়েছে। মোদি সেই ক্ষমতা পেয়েছে, তার কারণ মোদিকে সেই লাইসেন্স দিয়েছে দেশের জনগণ।’’ তিনি আরও বলেন, ‘‘মোদির জন্য ভারতই হল পরিবার। আমি সর্বদাই ব্যস্ত থাকি, আমার দেশকে রক্ষা করার জন্য। আমি যদি বলি যে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে, তারা তখন বলে যে দুর্নীতিকে বাঁচাতে হবে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।