img

Follow us on

Saturday, Oct 05, 2024

National Herald: রাহুলের হাজিরাকে কেন্দ্র করে নয়া ছক কংগ্রেসের? সোনিয়াকে সময় দিল ইডি

ED: গত বুধবার ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় রাহুল-সোনিয়াকে নোটিস পাঠিয়েছে এই তদন্তকারী সংস্থা

img

সোনিয়া গান্ধী রাহুল গান্ধী। ফাইল ছবি

  2022-06-09 13:20:16

মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Corruption Case) কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)। করোনা আক্রান্ত হওয়ায় তিন সপ্তাহের সময় চেয়ে নিয়েছিলেন নেত্রী। সোনিয়াকে তিন সপ্তাহের সময় দিতে রাজি হয়েছে তদন্তকারী সংস্থা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোনিয়াকে নতুন সমন পাঠাবে ইডি।   

আরও পড়ুন: সোনিয়ার আরোগ্য কামনা মোদির, এবার করোনা আক্রান্ত প্রিয়ঙ্কাও

গত ২ জুন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর করোনা ধরা পড়ে। সেইমতো তিনি ইডি কর্তৃপক্ষের কাছে সুস্থ হওয়ার জন্যে তিন সপ্তাহের সময় চেয়ে নেন। কারণ চিকিৎসকরা এখনও তাঁকে ঘরের বাইরে বেরোনোর অনুমতি দেননি।

আরও পড়ুন: হেরাল্ড কাণ্ডে তলব ইডির, আর কী কী মামলা রাহুলের বিরুদ্ধে?

এদিকে আগামী ১৩ জুন, সোমবার ওই একই মামলায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা তাঁর পুত্র রাহুল গান্ধীর। গত সোমবারই ইডির দফতরে যাওয়ার কথা ছিল জুনিয়র গান্ধীর। কিন্তু সেই সময় তিনি বিদেশ সফরে থাকায় হাজিরার জন্যে কিছুটা সময় চেয়ে নেন। তাঁকে এক সপ্তাহের সময় দেয় ইডি।

শোনা যাচ্ছে রাহুলের এই হাজিরাকে হাতিয়ার করে দিল্লির রাস্তায় সরকার-বিরোধী প্রতিবাদের ঝড় তুলতে পারে কংগ্রেস (Congress)। ওই দিন রাহুলের সঙ্গে কংগ্রেসের প্রথম সারির নেতা, লোকসভা ও রাজ্যসভার সাংসদরা মিছিল করে ইডি-র দফতরে যাবেন। কংগ্রেসের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে মোদি (Modi) সরকার। আর এরই প্রতিবাদে মিছিল করবে কংগ্রেস। এমনকি আগামী অধিবেশনে বিষয়টি নিয়ে সংসদে সরব হওয়ার পরিকল্পনাও করেছে কংগ্রেস।  

আরও পড়ুন: ইডি দফতরে হাজিরার আগেই করোনা পজিটিভ সোনিয়া

ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় রাহুল-সোনিয়াকে নোটিস পাঠিয়েছে এই তদন্তকারী সংস্থা। ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থা অভিযোগ করে যে, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটির পরিচালন সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের ক্ষমতা হস্তান্তরের সময় আর্থিক নয়ছয় হয়েছে।

 

Tags:

rahul gandhi

Sonia Gandhi

Enforcement Directorate 

National Herald Corruption Case

National Herald News Paper

ED Summons


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর