করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের ইতিমধ্যেই খোঁজ মিলেছে ভারতে।
নরেন্দ্র মোদি
মাধ্যম নিউজ ডেস্ক: ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভাইরাস (Coronavirus)। প্রতিবেশী দেশ চিনে ইতিমধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই মারণ রোগ। আর তাতে আগে থেকেই সতর্ক থাকতে চাইছে ভারত। কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। করোনার ঊর্ধ্বগতি থেকে বাঁচতে কী কী করনীয় সে নীতি নির্ধারণ করতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এবার আরও এক উচ্চপর্যায়ের বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে যাতে কোনও ভাবেই ওমিক্রন বিএফ.৭-এর বাড়বাড়ন্তনা হয় তার জন্যেই এই তৎপরতা। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর ডাকা বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) বি কে পল-সহ স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৃহস্পতিবার বিকেলে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: মুক্তি পেতে চলেছে 'বিকিনি কিলার', জন্মসূত্রে ভারতীয় চার্লস শোভরাজ
করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের (Coronavirus) ইতিমধ্যেই খোঁজ মিলেছে ভারতে। ওড়িশা এবং গুজরাটে মোট ৪ জনের দেহে ওমিক্রন বিএফ.৭-এর খোঁজ পাওয়া গিয়েছে। ওমিক্রনের আগের রূপের মতোই এটিও তীব্র সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে পর্যালোচনা বৈঠকে মূলত বুস্টার টিকাকরণে জোর দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, দেশের ৯০ শতাংশের বেশি মানুষ দু’টি টিকা নিলেও এখনও পর্যন্ত তৃতীয় টিকা বা বুস্টার নিয়েছেন মাত্র ২৭ শতাংশ।
স্বাস্থ্য আধিকারিকদের মতে, করোনায় (Coronavirus) মৃত্যুর হার কমে যাওয়ায় মানুষের মধ্যে ভীতি চলে গিয়েছে। আর তাতেই মানুষ আর বুস্টার ডোজে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু চিনে মৃত্যুর হার আবার ভয় ধরাচ্ছে। সংক্রমণ বাড়ছে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার অন্যান্য দেশেও। এই আবহে বি কে পাল বলেন, "বিশেষ করে প্রবীণ নাগরিক, যাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি— তাঁদের অবশ্যই বুস্টার নিয়ে ফেলা উচিত।"
ভারতে ওমিক্রন বিএফ.৭ -এর (Coronavirus) প্রথম আক্রান্তের খোঁজ মেলে অক্টোবর মাসে। গুজরাটের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে ধরা পড়ে ওই ভ্যারিয়েন্ট। এর পরে মোদির রাজ্যেই আরও এক আক্রান্তের সন্ধান মেলে। এ ছাড়া, ওড়িশায় ২ জনের দেহে ভাইরাসের সন্ধান মিলেছে। কোনও মৃত্যুর খবর মেলেনি। এদিকে বিভিন্ন মহলে বুস্টার ডোজ নেওয়া বাধ্যতামূলক করার দাবিও উঠছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখনই তা সম্ভব নয় বলে জানিয়েছে কেন্দ্র।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।