img

Follow us on

Sunday, Jul 07, 2024

Covid Booster Dose: কোভিডের দ্বিতীয় বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নেই, জানাল কেন্দ্র

প্রতিবেশী দেশগুলির মতো এ দেশেও যাতে করোনা বাড়বাড়ন্ত না হয়, সেজন্যে আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে কেন্দ্র।

img

কোভিড বুস্টার ডোজ

  2023-01-03 13:42:41

মাধ্যম নিউজ ডেস্ক: কোভিডের দ্বিতীয় বুস্টার ডোজের (Covid Booster Dose) কোনও প্রয়োজনীয়তা নেই। এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশ্বজুড়ে করোনার বাড়বাড়ন্ত হলেও, এই দফায় এখনও সেভাবে ভারতে থাবা বসাতে পারেনি করোনা। আর তাই এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও সেভাবে নিয়ন্ত্রণের বাইরে যায়নি সংক্রমিতের সংখ্যা। এই অবস্থায় এ দেশের মানুষের একটির বেশি বুস্টারের প্রয়োজন নেই। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনই জানানো হয়েছে। তবে প্রত্যেককে বুস্টারের প্রথম ডোজ নেওয়ার অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। জারি করা হয়েছে সতর্কতা। NTAGI-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, দেশে করোনা বুস্টারের প্রথম ডোজ এখনও বহু মানুষের সম্পূর্ণ হয়নি। ফলে এই অবস্থায় প্রথম ডোজ না নিয়ে দ্বিতীয় ডোজের কোনও প্রয়োজন নেই। 

প্রতিবেশী দেশগুলির মতো এ দেশেও যাতে করোনা (Covid Booster Dose) বাড়বাড়ন্ত না হয়, সেজন্যে আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে কেন্দ্র। তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সম্প্রতি একযোগে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে। সেখানেই যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে করোনা বুস্টারের দ্বিতীয় ডোজের (Covid Booster Dose) কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন: ‘মুকুল রায় বিরোধী দলনেতা হোন, চেয়েছিলেন মমতা’, তোপ শুভেন্দুর

প্রসঙ্গত সম্প্রতি করোনার (Covid Booster Dose) প্রকোপে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে চিন। ফলে চিন নিয়ে গোটা বিশ্বের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। চিনে যখন করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, সেই সময় ভারতেও যাতে তার প্রভাব না পড়ে, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নতুন করে জারি করা হচ্ছে একাধিক গাইডলাইন।

নয়া নির্দেশিকা  

সোমবার কোভিড-১৯ (Covid Booster Dose) নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এর আগে রবিবার, ১ জানুয়ারি থেকে চিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার এই নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষা করলেই হবে না। এই ছয় দেশ থেকে আগত যাত্রীদের, ভারতে আসার আগে ৭২ ঘণ্টার মধ্যে সেই পরীক্ষা করাতে হবে। যাত্রার আগেই পরীক্ষার রিপোর্ট এয়ার সুবিধা অ্যাপে আপলোড করতে হবে। অন্যান্য দেশ থেকেও যারা এই ছয়টি দেশ ছুঁয়ে ভারতে আসবেন, তাঁদেরকেও এই বিধি মানতে হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
 

Tags:

Covid 19

booster dose


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর