Nasal Vaccine: কীভাবে কাজ করবে এই নেজাল ভ্যাকসিন?
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: নতুন করে করোনা মাথা চাড়া দিয়ে উঠছে। বিশ্বের একাধিক দেশে বাড়ছে কোভিড। এই পরিস্থিতিতে দেশে বুস্টার ডোজ (Booster Dose) নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine) iNCOVACC-কে। নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিতেই কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত করা হয়েছে নেজাল ভ্যাকসিনকে। জানানো হয়েছে, করোনার দুটি টিকা ও বুস্টার ডোজ নেওয়ার পর এই নেজাল ভ্যাকসিন নেওয়ার আর দরকার নেই। যারা শুধুমাত্র দু'টি টিকা নিয়েছেন, সেই সমস্ত প্রাপ্তবয়স্করাই এটিকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারেন।
গত শুক্রবার ভারত বায়োটেকের ইন্ট্রানাসাল কোভিড-১৯ ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এরপর কোউইন অ্যাপে তা যুক্ত করা হয়। এর দামও বেঁধে দেওয়া হয়েছে। তবে কারা এই ভ্যাকসিন নিতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে দেশবাসীর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, বুস্টার ডোজ হিসেবে এই টিকা (Nasal Vaccine) নেওয়া যাবে। ১৮ বছরের ঊর্ধ্বে বয়স যাঁদের, আর যাঁরা আগের দু'টি টিকা কোভ্যাকসিন (Covaxin) বা কোভিশিল্ড (Covishield) নিয়েছেন, তাঁরাই বুস্টার ডোজ হিসেবে এটি নিতে পারবেন। আবার ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান জানিয়েছেন, যাদের বুস্টার ডোজও নেওয়া হয়ে গিয়েছে, তাঁরা এই নেজাল ভ্যাকসিন নিতে পারবেন না।
আরও পড়ুন: এখন থেকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন নেজাল ভ্যাকসিন, দাম কত জানেন?
কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এনকে অরোরা বলেছেন, “নাকের মাধ্যমে টিকা, এটিকে প্রথম বুস্টার হিসাবে সুপারিশ করা হয়েছে। যদি কোনও ব্যক্তি আগেই বুস্টার ডোজ নিয়ে থাকেন, তবে এটি সেই ব্যক্তির জন্য সুপারিশ করা হয় না। এটি তাদের জন্য, যাঁরা এখনও সতর্কতামূলক ডোজ বা বুস্টার ডোজ নেননি।” তিনি জানিয়েছেন, যদি কেউ চতুর্থ ডোজ নিতে চায়, তবে এতে নেতিবাচক প্রভাব পড়বে। আর এটিকে 'অ্যান্টিজেন সিঙ্ক' বলা হয়। যদি একজন ব্যক্তিকে বারবার একটি নির্দিষ্ট ধরণের অ্যান্টিজেন দিয়ে টিকা দেওয়া হয়, তবে শরীর রেসপন্ড করা বন্ধ করে দেয়, বা নেতিবাচক প্রভাব ফেলে। আর এর জন্যই ভ্যাকসিন ছয় মাসের ব্যবধানে দেওয়া হয়। পরবর্তীতে, যদিও মানুষ তিন মাসের ব্যবধানে নিয়েছে। কিন্তু এ ক্ষেত্রে এটি খুব বেশি সাহায্য করেনি। তাই এই মুহূর্তে চতুর্থ ডোজ নেওয়ার কোনও কারণ নেই।
ডাঃ অরোরা জানিয়েছেন, এই ভ্যাকসিন (Nasal Vaccine) প্রতিটি নাসারন্ধ্রে চার ফোঁটা, মোট ০.৫ মিলি ড্রপ দিতে হবে। এটি প্রথমে নাক এবং মুখের মাধ্যমে ভাইরাসের প্রবেশে বাধা সৃষ্টি করবে। এছাড়াও কোভিডের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি সমস্ত শ্বাসযন্ত্রের ভাইরাস এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে খুব কার্যকর হতে চলেছে। কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা তার জন্য এই ভ্যাকসিন নেওয়ার পর ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।
ডাঃ অরোরাকে জিজ্ঞেস করা হয়, এই নেজাল ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নেওয়ার পর আর কোনও বুস্টার ডোজ পরবর্তীতে নিতে হবে কি না। তখন তিনি জানান, এই মুহুর্তে এমন কোনও প্রমাণ নেই যে পরবর্তীতে আরও ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা।