img

Follow us on

Sunday, Jan 19, 2025

RBI on Card Payment: ব্যবহার করেন ডেবিট-ক্রেডিট কার্ড! জানুন আরবিআইয়ের নয়া নিয়ম

টোকেনাইজড কার্ড লেনদেন তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করছে আরবিআই কর্তৃপক্ষ। কারণ, লেনদেন প্রসেসিংয়ের সময় কার্ডের ডিটেইলস মার্চেন্টের সঙ্গে শেয়ার করা হয় না

img

প্রতীকী ছবি

  2022-06-18 18:11:44

মাধ্যম নিউজ ডেস্ক: দৈনন্দিন জীবনে কেনাকাটা বা লেনদেনের ক্ষেত্রে এখন প্রায় সবাই ডেবিট কার্ড (Debit Card) বা ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করেন। নগদ টাকার বিনিময়ে বিকিকিনির বদলে অনলাইন পেমন্ট (Online Payment) করতেই স্বচ্ছন্দ এই প্রজন্ম। তবে অনলাইন পেমেন্ট করতে গিয়ে সমস্যাতেও পড়তে হয়। কার্ডের নিরাপত্তা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে। এবার কার্ডের নিরাপত্তার কথা মাথায় রেখে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম (New Rule) চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (RBI)। 

আগামী ১ জুলাই থেকে সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ডে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) লেনদেনের টোকেনাইজেশন লাগু করছে। টোকেনাইজড কার্ড (Tokenized Card) লেনদেন তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করছে আরবিআই কর্তৃপক্ষ। তার মূল কারণ হল, লেনদেন প্রসেসিংয়ের সময় প্রকৃত কার্ডের ডিটেইলস মার্চেন্টের সঙ্গে শেয়ার করা হয় না।

আগামী ১ জুলাই থেকে গ্রাহকদের কার্ডের বিবরণ সংরক্ষণে মানা হবে বিধিনিষেধ। মার্চেন্ট, পেমেন্ট অ্যাগ্রিগেটর, পেমেন্ট গেটওয়ে এবং অ্যাকোয়ারিং ব্যাঙ্কগুলি আর গ্রাহকদের কার্ডের বিবরণ সেভ করতে পারবে না। ব্যবসায়িক সংস্থাগুলির ক্ষেত্রে, যারা এই ধরনের ডেটা সেভ করেছে, তাদের সেগুলি উড়িয়ে দিতে হবে। বদলে চালু হবে টোকেনাইজেশন।

আরও পড়ুন: বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে বড় জয় ভারতের, হল চুক্তিও

টোকেনাইজেশন (Tokenization) হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কার্ডের বিবরণ একটি অনন্য কোড (UAC) বা টোকেনের মাধ্যমে প্রতিস্থাপিত হয়। এর ফলে কার্ডের গুরুত্বপূর্ণ নথি প্রকাশ না করেই অনলাইনে কেনাকাটা করা যায়।

টোকেনাইজড কার্ড তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করা হচ্ছে কারণ লেনদেন প্রসেসিংয়ের সময় প্রকৃত কার্ডের বিশদ বিবরণ মার্চেন্টের সঙ্গে শেয়ার করা হয় না। লেনদেন ট্র্যাকিং এবং রিকনসিলিয়েশনের উদ্দেশ্যে কার্ড নম্বরের শেষ চারটি সংখ্যা এবং কার্ড প্রদানকারীর নাম সংরক্ষণ করা যেতে পারে। একটি টোকেনের জন্যও গ্রাহকের সম্মতি এবং OTP-ভিত্তিক ভেরিফিকেশন করতে হয়। ক্রেডিট, ডেবিট কার্ড টোকেনাইজেশনের সময়সীমা ৩০ জুন, ২০২২ করা হয়েছে।

Tags:

RBI

Debit Card

Credit Card

Online Payment

RBI Rule Changes

Tokenization

Tokenized Card