img

Follow us on

Sunday, Jan 19, 2025

Delhi Accident: মর্মান্তিক! তরুণীকে ধাক্কা মেরে ১২ কিমি পথ ‘টেনে হিঁচড়ে’ নিয়ে গেল গাড়ি! তারপর...

Delhi Accident: বছরের প্রথম দিনেই হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল দিল্লি...

img

দিল্লিতে ভয়াবহ গাড়ি দুর্ধটনা

  2023-01-02 17:23:54

মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতে দিল্লিতে ভয়াবহ ঘটনা। বছরের প্রথম দিনেই হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল দিল্লি। রবিবার দিল্লির সুলতানপুরী এলাকায় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বছর ২০-এর এক তরুণীর। পুলিশ সূত্রে খবর, মহিলার স্কুটিকে ধাক্কা দেয় একটি গাড়ি। শুধু তাই নয়, দুর্ঘটনার পর মহিলাকে টেনে-হিঁচড়ে প্রায় বারো কিলোমিটার পথ নিয়ে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্যুইট করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।

কী ঘটেছিল?

সূত্রের খবর অনুযায়ী, রবিবার ভোররাতে একটি স্কুটার নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। সেই সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে তাঁকে। এরপর, তরুণীর পা গাড়ির নীচে আটকে গেলে সেই অবস্থাতেই না থেমে গাড়িটি ১০ থেকে ১২ কিলোমিটার চলতে থাকে। পথেই মৃত্যু হয় তরুণীর। তরুণীর স্কুটারে ধাক্কা মারার পরও তারা গাড়ি থামায়নি। কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহটি গাড়িটি থেকে আলাদা হয়। এদিকে ভোর ৩টে বেজে ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে একজন জানান যে, একটি গাড়ি তরুণীকে ছেঁছড়ে নিয়ে যাচ্ছে। পরে ভোর ৪টে ১১ মিনিটে আরও একটি ফোন আসে। সেই সময় বলা হয়, রাস্তায় তরুণীর নগ্ন দেহ দেখতে পাওয়া গিয়েছে। এই ঘটনার পর রবিবার দিল্লি পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করে। ভয়ঙ্কর ঘটনার সময় গাড়িটিতে মোট ৫ জন ছিল।

অন্যদিকে মৃতার মা অভিযোগ করেছেন, গাড়িতে থাকা যুবকরা তাঁর মেয়েকে যৌন হেনস্থা করেছে। মৃতার কাকা জানিয়েছেন, তাঁদের তরুণীর মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। কোথায় দুর্ঘটনা ঘটেছে, সেটাও দেখানো হয়নি তাঁদের। তিনি জানিয়েছেন, এই মামলাটি নির্ভয়া মামলার মত। অভিযুক্তরা খারাপ কিছু করার চেষ্টা করেছিল। তাঁরা বিচার চায়।

এদিকে অভিযুক্তদের দাবি, একটি স্কুটি তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তবে তারা নাকি বুঝতে পারেনি যে তাদের গাড়ির নীচে তরুণীর দেহ আটকে গিয়েছে।

ভয়াবহ ঘটনায় প্রতিক্রিয়া

এদিকে ঘটনা প্রসঙ্গে ট্যুইট করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর লেখেন, “কাঞ্ঝাওয়ালা- সুলতানপুরী অপরাধের ঘটনা শুনে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। অপরাধীদের ভয়ঙ্কর অপরাধপ্রবণতা দেখে আমি স্তম্ভিত। দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছি। অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।”

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল দাবি করেছেন, গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শারীরিক পরীক্ষা করা হবে। চালক মত্ত অবস্থায় ছিল কিনা তা জানতেও পরীক্ষা করা হবে।

Tags:

Delhi

Delhi Accident

Delhi Woman Dies on new year eve

Delhi Woman Dies