img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sanjay Singh Arrested: দিল্লি আবগারি মামলায় আপ সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করল ইডি

Delhi Excise Policy: দিনভার ম্যারাথন তল্লাশির পর বিকেলে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং...

img

আপ সাংসদ সঞ্জয় সিং (ছবি-ফাইল)

  2023-10-04 19:09:31

মাধ্যম নিউজ ডেস্ক: সম্ভাবনা ছিল, হলও তাই। দিল্লি আবগারি মামলায় (Delhi Excise Policy) আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার (Sanjay Singh Arrested) করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তাঁর বিরুদ্ধে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। বুধবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের দলের এই নেতার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। দিনভর তল্লাশি চলে আপ রাজ্যসভার সাংসদের বাড়িতে। এর পর বিকেলে, সঞ্জয়কে গ্রেফতার করা হয়। 

তদন্ত শুরু করে ইডি এবং সিবিআই

বিগত কয়েক বছর ধরে আবগারি মামলায় (Delhi Excise Policy) বেকায়দায় পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। ২০২১ সালে আবগারি নীতিতে বেসরকারি কিছু প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে দিল্লির শাসকদলের বিরুদ্ধে (Sanjay Singh Arrested)। তৎকালীন লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশেই এই মামলায় তদন্ত শুরু করে ইডি এবং সিবিআই। এর পরে ইডি  (Enforcement Directorate) পিএমএলএ-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করে।

আরও পড়ুন: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আপ নেতা সঞ্জয়ের বাড়িতে হানা ইডি-র

অর্থের বিনিময়ে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ

আপ সাংসদের বিরুদ্ধে অভিযোগ, মদ ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের জন্য ২০২১-২২ সালে দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ম পাল্টে কার্টেলাইজেশনের অনুমতি দিয়েছিল৷ এক্ষেত্রে কিছু ডিলারদের সঙ্গে পক্ষপাত করা হয়েছে বলেও অভিযোগ৷ এর জন্য সংশ্লিষ্ট ডিলারদের থেকে ঘুষ নেওয়া হয়েছিল বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ করা হয়৷

এই নিয়ে গ্রেফতার ৩ আপ নেতা

প্রসঙ্গত, এখনও পর্যন্ত আম আদমি পার্টির তিন নেতাকে এই দুর্নীতি মামলায় (Delhi Excise Policy) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় আগে গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। গ্রেফতার হন সত্যেন্দ্র জৈন। এবার গ্রেফতার হলেন সঞ্জয় সিং (Sanjay Singh Arrested)। এছাড়া, এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও। 

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

India news

Madhyom

Bengali news

Delhi excise policy case

news in bengali

aap mp sanjay singh arrested

sanjay singh arrested

ed arrests aap sanjay singh

aap mp sanjay singh arrest


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর