মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি দুর্ঘটনা-কাণ্ডে (Delhi Hit and Run) পুলিশের কাছে রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশ সূত্রে খবর, নববর্ষের রাতে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন অঞ্জলি সিং নামে ২০ বছরের ওই তরুণী। গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে তরুণীর পোশাক গাড়ির চাকায় আটকে যায়। এই অবস্থাতেই ছুটতে থাকে গাড়িটি। যার জেরে গাড়ির চাকায় আটকে যান অঞ্জলি। তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে প্রায় ১৩ কিলোমিটার নিয়ে যায় ঘাতক গাড়িটি। এই ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার শালিনী সিংকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
কী ঘটেছিল
গোটা ঘটনার CCTV ফুটেজ দেখে চমকে উঠছে গোটা দেশ। উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। প্রশ্ন উঠেছে ঘণ্টা দেড়েক একই রাস্তায় ঘুরতে থাকা গাড়িটিকে কেন ধরতে পারল না পুলিশ? দিল্লির এই ঘটনা (Delhi Hit and Run) কী শুধুই দুর্ঘটনা? নাকি আরও বড় কোনও ষড়যন্ত্র রয়েছে নেপথ্যে? স্থানীয় সূত্রে খবর, কয়েক কিলোমিটার তরুণীকে টেনে নিয়ে যাওয়ার পর কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহ গাড়িটি থেকে আলাদা হয়। এদিকে ভোর ৩টে বেজে ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে একজন জানান যে একটি গাড়ি তরুণীকে টেনে নিয়ে যাচ্ছে। পরে ভোর ৪টে ১১ মিনিটে আরও একটি ফোন আসে। সেই সময় বলা হয়, রাস্তায় তরুণীর নগ্ন দেহ দেখতে পাওয়া গিয়েছে। এই ঘটনার পর রবিবার দিল্লি পুলিশ ঘাতক গাড়িটি সনাক্ত করে। মৃত তরুণীর মা রেখার দাবি, তাঁর মেয়েকে যৌন হেনস্তা করা হয়েছে।
আরও পড়ুন: ফের টাকার পাহাড়ের খোঁজ কলকাতায়, ৫৬ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার ৯
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ
পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে মোট ৫জন ছিল। পরে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের তিনদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে,গাড়ির চালক এবং আরোহীরা মদ্যপান করেছিলেন। শীতের দিল্লিতে জানলার কাচ বন্ধ করে গাড়ির ভিতরে জোরে মিউজিক সিস্টেম চালিয়েছিলেন তাঁরা। প্রায় ঘণ্টাখানেক পরে অভিযুক্তরা ‘বুঝতে পারেন’ যে গাড়ির চাকায় কিছু একটা আটকে রয়েছে। তাঁরা গাড়ি থেকে নেমে দেখেন চাকায় আটকে রয়েছেন অঞ্জলির দেহ। এর পর চাকা থেকে দেহ সরিয়ে রাস্তায় ফেলে চম্পট দেন তাঁরা। এদিকে গোটা ঘটনায় হস্তক্ষেপ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন, দ্রুত পদক্ষেপ করুন। নির্ভয়ে কাজ করুন। নর্থব্লক সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) নির্দেশে দিল্লির পুলিশ কমিশনারের কাছে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। দিল্লির স্পেশাল পুলিশ কমিশনারকেও তদন্ত করে নর্থ ব্লকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours