img

Follow us on

Sunday, Jan 19, 2025

Bangladeshi Immigrants: অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে অভিযান দিল্লি পুলিশের, চিহ্নিত ৩২

Delhi Police: জাল আধার কার্ড নিয়ে দিব্যিই দিল্লিতে বাস করছেন ৩২ বাংলাদেশি?...

img

অবৈধ অনুপ্রবেশকারী ধরতে অভিযান দিল্লি পুলিশের। প্রতীকী ছবি।

  2024-12-12 17:20:40

মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা-উত্তর জমানায় অশান্ত বাংলাদেশ। ডামাডোলের বাজারে দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছে বহু মানুষ। সেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান শুরু করল দিল্লি পুলিশ (Bangladeshi Immigrants)। বুধবারই অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। তার পরেই শুরু হয়েছে অভিযান।

চিহ্নিত ৩২ সন্দেহভাজন (Bangladeshi Immigrants)

কালিন্দীকুঞ্জ এলাকায় অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। অভিযান চালানো হয়েছে সীমাপুরী এলাকায়ও। সেখানে ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে। এদের নথিপত্র পাঠানো হবে অভিবাসন দফতরে। শাহিনবাগ, উত্তম নগর এবং জামিয়া নগরের মতো এলাকায়ও বস্তি, ফুটপাত এবং কলোনিতে নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে বাসিন্দাদের। দিল্লি পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, “সংশ্লিষ্টদের মধ্যে যাঁদের সঠিক নথি নেই, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানায় তলব করা হয়েছে। যদি তাঁদের মধ্যে কেউ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হন, তাহলে সংশ্লিষ্টদের নির্বাসিত করা হবে।” তিনি বলেন, “অনুপ্রবেশকারী থাকতে পারে, এমন সন্দেহভাজন এলাকায়ই অভিযান চালানো হচ্ছে। যাঁদের নথি রয়েছে, সেক্ষেত্রেও খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি অসম বা বাংলাদেশ সীমান্তবর্তী কোনও এলাকার কিনা।”

আরও পড়ুন: দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

অভিযান দিল্লি পুলিশের

জানা গিয়েছে, অবৈধ বাংলাদেশিদের (Bangladeshi Immigrants) চিহ্নিত করতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। সীমাপুরী এলাকায় একের পর এক গড়ে ওঠা বসতিতে অভিযান চালায় পুলিশ। প্রতিটি ঘরে ঢুকে জানতে চাওয়া হয় প্রত্যেকের পরিচয়। সেখানেই চিহ্নিত করা হয় সন্দেহভাজন ৩২ জন বাংলাদেশিকে। পুলিশের একটি সূত্রের খবর, অনেকেই প্রমাণ হিসেবে পরিচয়পত্র দেখাতে পারেনি। কেউ কেউ আবার পরিচয়পত্রের প্রমাণ হিসেবে কেবল আধার কার্ড দেখিয়েছে পুলিশকে। আধার কার্ডগুলি জাল বলে অনুমান পুলিশের। পুলিশের দাবি, যে সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়েছে, জেরায় তারা জানিয়েছে, তাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকেই দিল্লিতে এসেছে। পুলিশ সূত্রে খবর, নথিপত্র যাচাইয়ের সময় যদি দেখা যায় সেগুলি ভুয়ো, তাহলে সন্দেহভাজনদের সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে বাংলাদেশে (Bangladeshi Immigrants)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

immigrants

news in bengali

bangladeshi

bangladesh crisis

Bangladeshi Immigrants