img

Follow us on

Monday, Nov 18, 2024

Delhi Pollution: ধোঁয়াশায় ঢাকল দেশের রাজধানী, মরশুমের দূষিততম দিন দিল্লিতে, জারি আট দফা নির্দেশিকা

Delhi Government: সোমবার মরসুমের দূষিততম দিন দিল্লি, অত্যন্ত সঙ্কটে জনজীবন…

img

দিল্লি দূষণের সংগৃহীত চিত্র।

  2024-11-18 13:32:05

মাধ্যম নিউজ ডেস্ক: মরশুমের দূষিততম দিন দিল্লিতে। কার্যত ধোঁয়াশায় ঢাকল দেশের রাজধানী শহর। দূষণ (Delhi Pollution) রোধে প্রশাসন জারি করল আট দফা নির্দেশিকা। পরিসংখ্যান বলছে, এ বছরের দূষিততম দিনের সাক্ষী থাকলেন দিল্লির বাসিন্দারা। দূষণে এখনও পর্যন্ত লাগাম টানা যায়নি। জনজীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠছে। ইতিমধ্যে নবম শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইনে করার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Government)।

নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অফলাইন ক্লাস স্থগিত (Delhi Pollution)

দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Government) অতীশি রবিবার এক্স হ্যান্ডলে ঘোষণা করেছেন, “সোমবার থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অফলাইন ক্লাস স্থগিত করা হয়েছে। সোমবার থেকে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-৪ (গ্র্যাপ-৪) আরোপ করার সঙ্গে সঙ্গে, দশম এবং দ্বাদশ শ্রেণি ব্যতীত সমস্ত শিক্ষার্থীদের জন্য অফলাইন ক্লাস বন্ধ করা হয়েছে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত সমস্ত স্কুল অনলাইন ক্লাস করবে।"

তাপমাত্রা যত নিচের দিকে নামছে দূষণের মাত্রা তত বাড়ছে। সোমবার সকাল ৯টায় বাতাসের গুণগত মান এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই (Delhi Pollution) দাঁড়িয়েছে ৪৮৫। রবিবার এই দূষণের মান ছিল ৪৫৫। এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর মাত্রা পরিসংখ্যান সূত্রে জানা গিয়েছে, শূন্য থেকে ৫০ হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে সন্তোষজনক। ১০১ থেকে ২০০ হলে নিয়ন্ত্রণ যুক্ত,  ২০১ থেকে ৩০০ হলে খারাপ, ৩০১ থেকে ৪০০ হলে অতি খারাপ আর ৪০০ থেকে ৫০০ হলে তীব্র খারাপ। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তৎপরতার সঙ্গে বেশ কয়েকটি নির্দেশ জারি করা হয়েছে। 

দুপুরেই ধোঁয়াশায় ঢাকছে শহর!

গত এক সপ্তাহ ধরে ভয়াবহ বায়ু দূষণের (Delhi Pollution) শিকার হয়েছে দিল্লি। কার্যত দিনে দুপুরেই ধোঁয়াশায় ঢাকছে শহর। ফলে দৃশ্যমানতা ক্রমেই কমে যাচ্ছে। প্রভাব পড়ছে পরিবহণ ব্যবস্থার উপর। রেল, বিমান ইতিমধ্যেই বিলম্বিত হয়ে চলছে। হাতে সময় নিয়ে বিমান সংস্থাগুলি বিমান বন্দরে পৌঁছানোর নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতি সমাল দিতে গ্র্যাপ-৩ চালু করেছিল দিল্লি সরকার (Delhi Government)। সেই সঙ্গে জারি করা হয়েছে ৮ দফা বিধিনিষেধ। সোমবার থেকে এই ক্যাটেগরি আরও এক ধাপ বাড়িয়ে গ্র্যাপ-৪ জারি করা হয়।

আরও পড়ুনঃ বড় সিদ্ধান্ত? মণিপুরের পরিস্থিতি নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন শাহ

নির্মাণ কাজ বন্ধরাখার নির্দেশ

নিত্যপ্রয়োজনীয় গাড়ি ছাড়া ভারী ট্রাক যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আধুনিক ইঞ্জিন পরিচালিত গাড়ি ছাড়া অন্য গাড়ি প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়েছে। যেকোনও নির্মাণ কাজ এখন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের দশম, একাদশ, দ্বাদশ ছাড়া বাকি অন্যন্য শ্রেণির পঠনপাঠন বাড়ি থেকে অনলাইনে করার নির্দেশিকা জারি করা হয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

news in bengali

Atishi Marlena

Delhi government

Delhi Pollution  


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর