img

Follow us on

Saturday, Jan 04, 2025

Delhi University: জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম থেকে মুসলিম সংরক্ষণ বন্ধের কথা ভাবছে দিল্লি বিশ্ববিদ্যালয়

Muslim Reservation: জেএমআই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে মুসলিম কোটা বাতিলের সুপারিশ...

img

প্রতীকী ছবি।

  2024-12-31 16:59:38

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ক্লাস্টার ইনোভেশন সেন্টার জামিয়া মিলিয়া ইসলামিয়া (JMI) বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে প্রস্তাবিত একটি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে মুসলিম কোটা (Muslim Reservation) বাতিলের সুপারিশ করার পরিকল্পনা করছে। এই যৌথ প্রোগ্রামের অধীনে মেটা ইউনিভার্সিটি কনসেপ্টে মাস্টার অফ সায়েন্স ইন ম্যাথমেটিকস এডুকেশন কোর্স অফার করা হয়।

যৌথ উদ্যোগ (Delhi University)

২০১৩ সালে শুরু হওয়া এই প্রোগ্রামটি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া (JMI) বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ উদ্যোগ। বর্তমানে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামসের মাধ্যমে ভর্তি নেওয়া হয়। এখানে মুসলিম প্রার্থীদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের কৌশল অনুসরণ করা হয়। সব মিলিয়ে ৩০টি আসনের মধ্যে ১২টি আসন উন্মুক্ত বিভাগে নির্ধারিত, ৬টি আসন অনগ্রসর শ্রেণির জন্য বরাদ্দ, ৪টি আসন সাধারণ মুসলিম জনগণের জন্য সংরক্ষিত, ৩টি আসন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য, ২টি তফসিলি জাতির জন্য, এবং অবশিষ্ট ৩টি আসন তফসিলি উপজাতি, মুসলিম অনগ্রসর শ্রেণি, এবং মুসলিম নারীদের জন্য এক একটি করে বরাদ্দ করা হয়েছে।

কী বলছেন কর্মকর্তারা?

এক কর্মকর্তা বলেন, “বর্ণভিত্তিক সংরক্ষণের অংশ হিসেবে সুবিধাবঞ্চিতদের জন্য কোটার বিষয়টি আলাদা একটি প্রসঙ্গ।” তিনি জানান, বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে। পরিচালনা পর্ষদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরেই এই প্রস্তাব উপাচার্যের বিবেচনার জন্য পেশ করা হবে। সাম্প্রতিক বছরগুলিতে এমএসসি (Delhi University) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করা হয়েছে। সমস্ত ভর্তির কাজ জামিয়ার পরিবর্তে দিল্লি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ক্লাস্টার ইনোভেশন সেন্টারের এক কর্তা জানান, এখন যেহেতু ভর্তি পরিচালিত হচ্ছে ডিইউ দ্বারা, তাই ডিইউয়ের সংরক্ষণ নীতিটি গ্রহণ করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

আরও পড়ুন: দেউলিয়া হয়ে যাবে আমেরিকা? এ কী শোনালেন ইলন মাস্ক!

প্রসঙ্গত, যে মেটা ইউনিভার্সিটি কনসেপ্টের অংশ হিসেবে এমএসসি প্রোগ্রামটি চালু হয়েছে, সেটি ভারতের উচ্চশিক্ষায় একটি রূপান্তরকারী পরিবর্তনের ইঙ্গিত দেয় (Muslim Reservation)। এই উদ্যোগটি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ এবং দক্ষতা একত্রিত করে উন্নত মানের রিসোর্স তৈরি করে (Delhi University)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Delhi University

news in Bengali   

du

Muslim Reservation

joint masters programme

JMI


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর