img

Follow us on

Sunday, Jan 19, 2025

Dengue-linked syndrome: ডেঙ্গু সংক্রান্ত সিনড্রোম ভয় ধরাচ্ছে, আক্রান্ত প্রাপ্তবয়স্ক ও শিশুরা 

ডাক্তারদের মতে, ডেঙ্গুতে ৭-৮ দিনের পরে জ্বর থেকে যাওয়া অস্বাভাবিক।

img

ডেঙ্গু প্ররোচিত সিন্ড্রোম

  2022-07-08 16:55:44

মাধ্যম নিউজ ডেস্ক: প্রাপ্তবয়স্কদের মতো বহু শিশুও ডেঙ্গু-প্ররোচিত (Dengue-linked syndrome) হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (Haemophagocytic Lymphohistiocytosis syndrome) (HLH) সিন্ড্রোমের সম্মুখীন হচ্ছে। এটি একটি বিরল এবং প্রাণঘাতী রোগ। ইমিউন সিস্টেমের অস্বাভাবিক প্রতিক্রিয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু-জনিত HLH সমস্যা রয়েছে গড়ে এমন তিন থেকে চারজন রোগীর (শিশু এবং প্রাপ্তবয়স্কদের) এই মুহূর্তে পুনের বড় হাসপাতালে চিকিৎসা চলছে। প্রায় পাঁচ বছর আগে, পুনের ডাক্তাররা বছরে মাত্র একটি বা দুটি এরকম ঘটনা দেখতে পেতেন। তাঁদের বক্তব্য প্রাপ্তবয়স্কদের মধ্যে দ্বিতীয়বারের ডেঙ্গু সংক্রমণ থেকে এই রোগের জন্ম হয়। কিন্তু শিশুদের ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করছে এই ভাইরাস। শিশুরা এই রোগের প্রভাবে বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা পর্যন্ত হারাতে পারে। প্রথমবার ডেঙ্গুর আক্রমণেই শিশুদের মধ্যে দেখা যাচ্ছে এই  রোগ। 

আরও পড়ুন: করোনার সেকেন্ড এবং বুস্টার ডোজের মধ্যে সময় কমালো কেন্দ্র 

ডাক্তারদের মতে, ডেঙ্গুতে ৭-৮ দিনের পরেও জ্বর থেকে যাওয়া অস্বাভাবিক। এরকম ঘটনা ঘটলে ধরে নিতে হবে ডেঙ্গুর সঙ্গে HLH- এর প্রভাবও রয়েছে। আগে HLH- কে একটি রক্তের অসুখ বা রক্তের ক্যান্সার-সংক্রান্ত জটিলতা মনে করা হত। ডেঙ্গুর সঙ্গে এর জড়িত থাকার বিষয়টি জানতেন না চিকিৎসকরা। কিন্তু এখন সেই ভুল ভেঙে গিয়েছে।

আরও পড়ুন: ইবোলার পর এবার মারবার্গ ভাইরাসে কাঁপছে আফ্রিকা, মৃত ২  

প্রাপ্তবয়স্কদের বেশ কয়েকজন দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। প্রথম সংক্রমণের কয়েক মাস বা বছর পরে দ্বিতীয়বার ডেঙ্গু ভাইরাস আক্রমণ করলে HLH-এর মতো জটিলতার ঝুঁকির অনেকটাই বেড়ে যায়। 

ডেঙ্গু HLH- এর অন্যতম কারণ। ২০২০ সালে প্রকাশিত একটি গবেষণায়, মোট ১৮৩ জন গুরুতর ডেঙ্গু রোগীর মধ্যে ১২%- এর শরীরে HLH -এর লক্ষণ দেখা যায়। ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ রয়েছে। ফলে একটি বিশেষ সেরোটাইপের বিরুদ্ধে গড়ে ওঠা রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য একটিকে ঠেকাতে পারে না। ফলে HLH- এর ঝুঁকি থেকেই যায়।  

 

Tags:

Children

Dengue-linked syndrome

Haemophagocytic Lymphohistiocytosis Syndrome

Adults


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর